দল ঘোষণার আগেই আসতে পারে বৈষম্যবিরোধীদের ছাত্রসংগঠন
Published: 17th, February 2025 GMT
অভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের লক্ষ্য রেখে যাবতীয় প্রস্তুতির কাজ চলছে বলে দলটির একাধিক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন। নতুন ছাত্রসংগঠনের পক্ষে জনমত গঠনে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া’ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আবদুল কাদের, রিফাত রশীদ, হাসিব আল ইসলাম, তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জাহিদ আহসান প্রমুখ। এতে তারা দল গঠনের প্রক্রিয়া তুলে ধরেন। তবে দলের নাম ও কবে নাগাদ আত্মপ্রকাশ হতে পারে সেটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তারা।
ছাত্রসংগঠনে যোগদানকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম থেকে বেরিয়ে আসবেন। প্রাথমিকভাবে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি দেওয়া হবে। নতুন এই সংগঠনের স্লোগান হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
জানা গেছে, দুইটি কমিটির শীর্ষ নেতৃত্বে থাকবেন আবু বাকের মজুমদার এবং আবদুল কাদের। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু বাকের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব বিভাগের ছাত্র আর আবদুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। এ ছাড়া সমন্বয়ক রিফাত রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, তাহমিদ আল মুদাসসির, হাসিব আল ইসলামকেও শীর্ষ নেতৃত্বে দেখা যেতে পারে।
নারীদের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের সমন্বয়ক সানজানা আফিফা অদিতি, নিশিতা জামান নিহা, রওনক জাহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা প্রথম সারিতে স্থান পেতে পারেন।
সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, ছাত্রসংগঠন গঠনের উদ্দেশ্যে তারা আগামীকাল মঙ্গলবার এবং বুধবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং অফলাইনে জনমত জরিপ চালাবেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এলাকা, মোকাররম ভবন এলাকা, কলাভবন, ব্যবসা শিক্ষা অনুষদ এলাকা, কাজী মোতাহার ভবন এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদরাসায় কার্যক্রম পরিচালিত হবে।
নতুন এই ছাত্রসংগঠন স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে রাজনীতি পরিচালনা করবে বলে জানান আবু বাকের মজুমদার। তিনি বলেন, আমাদের ছাত্রসংগঠন লেজুড়বৃত্তিক হবে না। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে। তার সঙ্গে এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সংগঠনের নেতৃত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বটম টু টপ’ থেকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনের আর্থিক বিষয় অভ্যন্তরীণ চাঁদা দেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।
আবদুল কাদের বলেন, আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির, বাম ছাত্র সংগঠনসহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছেন। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল, যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নেই। সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ার তেমন কিছু নেই।
রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশীদ বলেন, আমাদের এই ছাত্রসংগঠন একটি আলাদা উদ্যোগ। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অরগানোগ্রাম আছে। সেখানে আহ্বায়ক, সদস্য সচিবরা তাদের মতো করে পরিচালনা করবেন। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ; নিজস্ব গঠনতন্ত্র এবং পলিসি অনুযায়ী এটি বাস্তবায়িত হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আবদ ল ক দ র র স গঠন স গঠন র পর চ ল র জন ত
এছাড়াও পড়ুন:
ঘরের মাঠে হেরে শিরোপা লড়াইয়ে লিভারপুলকে এগিয়ে দিল আর্সেনাল
শেষ তিন ম্যাচে দুটিতে পয়েন্ট হারিয়ে আর্সেনালকে কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছিল লিভারপুল, কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হলো আর্সেনাল। ঘরের মাঠে লিগ ম্যাচে আজ শনিবার রাতে তারা হেরে গেল ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে। ১০ জনের আর্সেনাল শেষ পর্যন্ত চেষ্টা করেও হেরেছে ১-০ গোলে। এ হারে শিরোপা লড়াইয়ের পথে বড় ধাক্কা খেল আর্সেনাল।
এমিরেটসে প্রথমার্ধেই জ্যারড বাওয়েনের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। বিরতির পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করে তারা, কিন্তু যা মিলেছে তা শুধুই হতাশা। উল্টো ৭৩ মিনিটে মাইলেস লুইস-স্কেলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় স্বাগতিকদের জন্য। ১০ জন নিয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মিকেল আরতেতার দল। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হতাশাজনক এক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এ ম্যাচ জিতলে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা পাঁচে নামিয়ে আনতে পারত আর্সেনাল। সেটি না হওয়ায় এখন ব্যবধান আটই থাকল। এমনকি আগামীকাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুল জিতলে
এ ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১। বর্তমানে ২৬ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩। আর এ ম্যাচে জিতে চমক দেওয়া ওয়েস্ট হামের পয়েন্ট ২৬ ম্যাচে ৩০। তারা আছে ১৬ নম্বরে।
ঘরের মাঠে শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একেবারে স্বস্তিতে ছিল না আর্সেনাল। ওয়েস্ট হামের জমাট রক্ষণ ও সতর্ক অবস্থানের কারণে খুব একটা ফাঁকা জায়গাও পায়নি তারা। যে কারণে নিশ্চিত সুযোগও সেভাবে তৈরি করতে পারেনি স্বাগতিকেরা।
বিপরীতে ৫ জনের রক্ষণদেয়াল তৈরি করা ওয়েস্ট হাম চেষ্টা করছিল সুযোগ পেলে প্রতি-আক্রমণে যাওয়ার। ওয়েস্ট হামের সংগঠিত ও কৌশলী ফুটবলের কারণে বারবার হতাশ হতে হয়েছে আর্সেনালকে। সে হতাশা দ্বিগুণ হয়েছে প্রথমার্ধের শেষ দিকে গোল খেয়ে বসলে। ম্যাচের ৪৪ মিনিটে বাওয়েনের গোলে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় ওয়েস্ট হাম। এ গোলের কারণে পিছিয়ে থাকার যন্ত্রণা নিয়েই বিরতিতে যেতে হয় আর্সেনালকে।
বিরতির পর সমতায় ফিরতে আগ্রাসী ফুটবল খেলার চেষ্টা করে আর্সেনাল। গানারদের অলআউট ফুটবলের সুযোগ নিয়ে ওয়েস্ট হাম চেষ্টা করছিল প্রতি-আক্রমণে যাওয়ার। তেমনই এক আক্রমণ ঠেকাতে গিয়ে গোল করার মতো অবস্থায় থাকা ওয়েস্ট হাম মিডফিল্ডার মোহাম্মদ কুদুসকে ফেলে দেন আর্সেনালের লুইস-স্কেলি। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে জোর চেষ্টা করেছে আর্সেনাল, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর আসেনি। মাঠ ছাড়তে হয় হার নিয়েই।
এর আগে রাতের অন্য ম্যাচে দুই গোলে পিছিয়ে গিয়েও কোনোরকমে ২-২-এ ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন ৩৩ মিনিটের মধ্যে বেতো ও আবদোলাই দুকুরের গোলে এগিয়ে যায় এভারটন। দুই গোলে পিছিয়ে যাওয়া ইউনাইটেডের আরেকটি হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু তখনই দারুণভাবে ফিরে আসে রোবেন আমোরিমের দল।
৭২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ৮০ মিনিটে ম্যানুয়েল উগার্তে গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে। ফলে হারতে থাকা ম্যাচে কোনোরকমে ড্র করে মাঠ ছাড়ে ‘রেড ডেভিল’রা। এ ড্রয়ে ২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই থাকল ইউনাইটেড। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে ১৪ নম্বরে এভারটন।