আ.লীগ কর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট, মোটরসাইকেলে আগুন
Published: 17th, February 2025 GMT
রাজশাহীর পুঠিয়া উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে রাস্তার জমির উপর বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের পর প্রবাসী আওয়ামী লীগ কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামের এক বিএনপি কর্মীকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙচুর হওয়া বাড়ির মালিকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ফুলবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রবাসী জাহাঙ্গীর আলমের ছোট ভাই জুয়েল জানান, স্থানীয় বিএনপি নেতা সাগর হোসেনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা বাড়ি ভেঙে সব আসবাবপত্র লুট করেছে। তারা বাড়ি থেকে তিন ভরি স্বর্ণের গয়না, নগদ তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এছাড়াও তারা জাহাঙ্গীর আলমের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা মেরামত করার জন্য জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যায় জুয়েল। এ সময় স্থানীয় বিএনপি কর্মী সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় লোহার শাবল দিয়ে জুয়েল আঘাত করলে সাইফুলের মাথায় জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পরে বেলা ১১টার দিকে পুলিশ চলে গেলে বিএনপি কর্মী সাগরের নেতৃত্বে লোকজন গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা করে।
এ বিষয়ে বিএনপি কর্মী সাগর হোসেন বলেন, রাস্তার জায়গা না রেখে তারা বাড়ি নির্মাণ করেছে। বাড়ি নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ বাধা দেন। রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারো কথা শোনেননি।
তিনি বলেন, ওই রাস্তার সংস্কার কাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জুয়েল গিয়ে সেই মাটি ফেলে দিতে থাকে। এ সময় সাইফুল ইসলাম নামের একজন বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে। এতে ক্ষুদ্ধ হয়ে গ্রামবাসী তার বাড়িতে হামলা করে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম ল ইসল ম ব এনপ
এছাড়াও পড়ুন:
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-মেয়ে নিহত
নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন– বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইয়া আক্তার। এ ঘটনায় শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহরিয়ার শাকিল ও তাঁর মেয়ে মারা যান। স্ত্রী ও প্রাইভেটকার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত বাবা ও মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।