মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর চেষ্টা, গ্রেপ্তার ২
Published: 17th, February 2025 GMT
রাজধানীর মতিঝিলে মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় ২ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জাহিদ ওরফে সাব্বির ওরফে হৃদয় খান ও অন্তর মোল্লা ওরফে নাজমুল। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের ফকিরাপুল চার রাস্তার মোড় এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালনকালে সংবাদ পায় ২ জন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা হতে ছিনতাই করে ফকিরাপুলের চার রাস্তার মোড়ের দিকে পালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিমটি দ্রুত ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ফকিরাপুল এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলেন। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মত ঝ ল থ ন
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি ইভান তাহসীব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সাধারণ সম্পাদক শামসুল আলম আইন বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহসভাপতি হয়েছেন খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুলবিষয়ক সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আহাম্মদ নাঈম। কার্যকরী সদস্য ফারিহা তাসনিম, মিশকাতুল জামান, তাজুল ইসলাম, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ ও রিয়াদ সরকার।
কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।