সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেলের দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে।

স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন মহল বিভিন্ন ভাবে লুটপাট, দখলদারিত্বের বানিজ্য শুরু হয়েছিল।তারই ধারাবাহিকতায় উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেল দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পর আমগাঁও এলাকায় একটি সরকারি খাল চলমান ছিল যা আমগাঁও বাজার পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়। 

এইখানে সরকারি ক্যানেলের উপর প্রভাবশালী একটি মহল সিমেন্টের পিলার দিয়ে সেট নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে এলাকার কেউই মুখ খুলতে রাজি হননি। শুধু এইটুকু জানা যায় যে স্থানে সেটি টি নির্মাণ করা হয়েছে এটি একটি সরকারি খালের উপর।

এই বিষয়টি জানতে চেয়ে সাদিপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগাযোগ করলে জানাযায় এইখানে একটি ক্যানেল রয়েছে।

উপজেলা সহকারী ভূমি অফিসার কাঁচপুর সার্কেল সাগুফতা মেহনাজ বলেন, তথ্য পেয়েছি বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ সরক র

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে এক ঈদগাহে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকাধীন এক ঈদগাহে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন চিঠি জারি করেছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।

চিঠিতে আরো বলা হয়েছে, ওই এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ