সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন হবে নাকি সংস্কার হবে– তা নিয়ে আলাপ–আলোচনা হচ্ছে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখছি না। একটার বিপরীতে আরেকটা নয়। দুটোই দরকার। নির্বাচন হতে হবে, সেইসঙ্গে সংস্কার হতে হবে। আমাদের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক ‘সম্প্রীতি সংলাপে’ তিনি এসব কথা বলেন। ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল ‘ইউকেএইড’।

এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এবং সবার ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার দরকার। কেননা যে পদ্ধতি ভেঙে পড়েছে, তা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না।

অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আমরা নতুন বাংলাদেশের দ্বিতীয় পর্বে আমরা অবস্থান করছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছি। এসব প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। আমাদের রাষ্ট্র ভঙ্গুর হয়ে গেছে। চারদিকে অনেক অসংগতি। এদেশের নির্বাচনী সংস্কৃতি ভেঙে গেছে। এদেশের নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে। টাকার খেলা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমরা যদি জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা শক্তিশালী হবো, কোনো অপপ্রচার চালিয়ে আমাদেরকে পিছিয়ে রাখা যাবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্টের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম, চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার ড.

চার্লস রীড, ঢাকার ব্রিটিশ হাই কমিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাহেরা জাবীন প্রমুখ।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন ধর্মীয় নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণদের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।

অনুষ্ঠানের শেষভাগে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের সফলতার গল্প নিয়ে প্রকাশিত ‘ঐকতান’ নামের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

ইউকেএইডের সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বাংলাদেশে সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য বিস্তৃত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এজেন্ট অব চেঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অব রিজিয়ন অর বিলিভ লিডারশিপ ইনিশিয়েটিভ’ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশের আটটি জেলায় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতি সুরক্ষায় তরুণ স্বেচ্ছাব্রতীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন আম দ র

এছাড়াও পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অপস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ–৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

২. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ–৩ (৫-এর মধ্যে) এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে ‘সি’ থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

৩. পদের নাম: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: কমপক্ষে এসএসসি (বিজ্ঞান) পাস। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিতে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. পদের নাম: প্লাম্বার

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ১৫২০১ ফেব্রুয়ারি ২০২৫৬. পদের নাম: কার্পেন্টার

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কার্পেন্টার হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

চাকরির ধরন

নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক তিন বছর চুক্তিভিক্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৩/৯৪ তারিখ ১৭ এপ্রিল ২০২৩–এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এসব পদে যেসব প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে আবার বিশাল নিয়োগ, ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে পদ ১,৭২২১৫ ফেব্রুয়ারি ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮১০ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইউরোপ কি উগ্র ডানপন্থীদের মূলধারায় পুনর্বাসন করছে 
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২