মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী ও ছোট ভাই মিলে উজ্জ্বল বিশ্বাস নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে নিহতের স্ত্রী ও ভাইকে।

রোববার মধ্যরাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে পুলিশ আটক করে। 

উজ্জ্বল বিশ্বাস তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ও বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী দিপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার আপন ছোট ভাই জন্টু বিশ্বাসের সম্পর্ক গড় ওঠে। বিষয়টি জেনে ফেলেন উজ্জ্বল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী দিপনা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে দিপনা ও জন্টু ঘুমন্ত উজ্জ্বলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। রাতে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা উজ্জ্বলকে খোঁজাখুঁজি শুরু করেন। ভোরের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দিপনা ও ঝন্টু বিশ্বাসকে আটক করা হয়েছে। নিহত উজ্জ্বলের বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-মেয়ে নিহত

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন– বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইয়া আক্তার। এ ঘটনায় শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহরিয়ার শাকিল ও তাঁর মেয়ে মারা যান। স্ত্রী ও প্রাইভেটকার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আরও জানান, নিহত বাবা ও মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ