শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন হারিস রউফ
Published: 17th, February 2025 GMT
ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তাকে পাওয়া নিয়ে তাতে দেখা দিয়েছিল শঙ্কা। কিন্তু সেই শঙ্কার মেঘ উড়িয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুশীলনে ফিরেছেন রউফ। শুধু তাই নয়, তাকে ফিট ঘোষণা করা হয়েছে এবং আগামী বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
ইনজুরিতে পড়ার পরই তাকে বিশ্রামে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাতে করে দ্রুত সেরে উঠতে পারেন তিনি। তখন শঙ্কা করা হচ্ছিল যদি তার ইনজুরি সাইড স্ট্রেইনের হয় তাহলে সেরে উঠতে সময় লাগবে। কিন্তু তেমন কিছু হয়নি। তাইতো কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরতে পেরেছেন রউফ। পিসিবি এখন আশাবাদী শাহীন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে পূর্ণ ইনটেনসিটি নিয়ে বল করতে পারবেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়ার যে সামর্থ হারিসের সেটা খুব কাজে দিবে পাকিস্তানের জন্য।
অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর থেকে বেশ কয়েকজন তারকা পেসার ছিটকে গিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
আরো পড়ুন:
বাংলাদেশের ব্যাটিংয়ের বেহাল দশা
চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকার বেশি দামে ধান কেনায় বাজারে দাম বাড়তে পারে: ভূমি উপদেষ্টা
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অন্য বছরের চেয়ে এবার কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনছে সরকার। অতীতে কেউ এই দাম দেয়নি। কৃষকরা এবার ধানের সঠিক মূল্য পেয়েছেন। এ জন্য বাজারে ধান-চালের দাম কিছুটা বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারের কাছে ধান বিক্রিতে সিন্ডিকেট নিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, গত আমন মৌসুমে ধান কেনায় কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি। এবারও পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে ধান বিক্রির টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। গুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্বে থাকবে– জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা প্রধান উপদেষ্টা জানেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমাকে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলা থেকে সরকার ১৪ হাজার ৬৪৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ১৩ হাজার ৮১৬ টন।