সাউথইস্ট ব্যাংক ও ভিসা ইন্টারন্যাশনালের উদ্যোগে হজ কার্ড সম্মেলন
Published: 17th, February 2025 GMT
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে হজ কার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের বলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
হজ ও ওমরাহ এজেন্সিগুলোর মালিক এবং প্রতিনিধিদের সঙ্গে অংশীদারিত্ব আরো দৃঢ় করার লক্ষ্যে ও হাজীদের সেবার মান উন্নয়নে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো.
সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। এছাড়া খ্যাতনামা হজ এজেন্সিগুলোর নেতা ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এতে অংশ নেন।
সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্র্যাভেলস, বাংলাদেশ এয়ার ট্রাভেলস ও জাবাল-ই-নূর ট্রাভেলসের মালিকদের কাছে হজ কার্ড হস্তান্তর করেন।
হজ্জ কার্ড মোয়াল্লেম ও হাজীদের আর্থিক সমাধান প্রদান করে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এটিএম বুথ থেকে কোনো অতিরিক্ত ফি ছাড়াই সৌদি রিয়াল তুলতে পারবেন। পাশাপাশি মোয়াল্লেমরা হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ সহজেই এ কার্ডের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।
নুরউদ্দিন মো. সাদেক হোসেন বলেন, “এ সম্মেলন হজ ও ওমরাহ এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
ঢাকা/সুমন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স উথইস ট ব য
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট ফান্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২৯ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৮.৪২ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪.৫০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ১৪.৭১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.৬৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ডের ১২.১২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০.২৬ শতাংশ, শ্যামপুর সুগারের ১০.১৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫৭ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩১ শতাংশ ও সিভিও পেট্রো কেমিক্যালের ৯.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/এনএইচ