রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
Published: 17th, February 2025 GMT
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে।
এ কর্মসূচির আওতায় পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১৪ টাকা দরে বিক্রি করা হবে।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আসন্ন রমজান মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গৃহীত কার্যক্রম এবং বিগত ছয় মাসে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা। খবর বাসসের
উপদেষ্টা বলেন, 'প্রথম রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা ঢাকা শহরের ২৫ স্থানে চালু থাকবে। সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।'
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সারাদেশে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজের কারণে দেশের খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ২০১৯ সালে বাংলাদেশে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কিন্তু খুব দ্রুত এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এ রোগ খামারিদের বড় দুশ্চিন্তার কারণ। এই রোগের আক্রান্তের হার প্রায় ৩০ শতাংশ এবং আক্রান্ত গবাদি পশু ৫-১০ শতাংশ মারা যায়। যা খামারিদের জন্য খুব উদ্বেগের কারণ। আমদানি করা ভ্যাক্সিনের দাম কোম্পানি ভেদে ২০০-৩০০ টাকা পর্যন্ত হলেও সরকার এলএসডি ভ্যাকসিন উৎপাদনসহ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে ৫০ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী 'সাফওয়ান আখতার সদ্য' গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন। তার স্মরণে ঢাকার সাভারে বিসিএস লাইভস্টক একাডেমির মূল গেট "শহীদ সাফওয়ান সদ্য" নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। শিগগির আনুষ্ঠানিকভাবে শহিদ সাফওয়ান সদ্য নামের গেটটি উদ্বোধন করা হবে।'
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: রমজ ন উপদ ষ ট উপদ ষ ট রমজ ন
এছাড়াও পড়ুন:
ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগদানের পর এবারই প্রথম শিকাগোতে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রেকর্ড ৬২ হাজার ৩৫৮ দর্শক।
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে মেসি এবং তার দল মায়ামি পারেনি নিজেদের মেলে ধরতে। দ্বিতীয়ার্ধে মেসি সুযোগ তৈরি করেছিলেন। ফ্রি কিকে দারুণ শটও নিয়েছিলেন। কিন্তু ক্রসবারের বাধায় গোল পাননি। এছাড়া লুইস সুয়ারেজ গোল করেছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় গোল। তাতে গোলশূন্য ড্রয়ে শেষ হয় মায়ামি ও শিকাগোর ম্যাচ।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে মেসির মায়ামি কিছুটা ব্যাকফুটে। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালেন তারা। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস।
এই ম্যাচের তিন মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে তার নেওয়া শট আঙুল ছুঁয়ে ফিরিয়ে দেন গোল রক্ষক ক্রিস ব্রাডি। প্রথমার্ধে এরপর তেমন জোরাল আক্রমণ হয়নি। দুই দলের ফরোয়ার্ডরাই ছিলেন নিষ্প্রভ। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মায়ামি। মেসির নেওয়া শট প্রতিহত হয় ক্রসবারে। এরপর ম্যাচের শেষ লগ্নে ৮৫ মিনিটে আরেকটি ফ্রি কিক পায় মায়ামি। এবারও মেসির শট ক্রসবারের বাধায় জালে জড়ায়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় মায়ামি ও মেসিকে।
একেবারে শেষ সময়ে মেসির বাড়ানো পাসে জাল খুঁজে পান সুয়ারেজ। কিন্তু অফসাইডে তার গোল বাতিল করেন রেফারি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ঢাকা/ইয়াসিন