নারায়ণগঞ্জের শহরের মুল কেন্দ্র চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এসময় শহরে প্রায় দুই ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে চাষাঢ়া এলাকা সংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন শহরবাসী ও যাত্রী সাধারণ।   

জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রমতে জানা যায়, ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শহিদুল ইসলামের মালিকানাধীন ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড নামের কারখানাটিতে প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক কাজ করেন। গত ১০ অক্টোবর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানাটির শ্রমিকরা নানা দাবি দাওয়া নিয়ে বারবার আন্দোলন করেন। 

এর মধ্যে কিছু দাবি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মধ্যস্থতায় নিষ্পত্তি হলেও গত ১০ ফেব্রুয়ারি বেতন পরিশোধ সংক্রান্ত বিষয় নিয়ে স্ক্রীনপ্রিন্ট সেকশনের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ওই দিন স্ক্রীন প্রিন্টের ২৭ জন শ্রমিক অন্যান্য শ্রমিককে মারধর ও ভাংচুর করেন। পরে তাদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রেরণ করা হয়।

এছাড়া ওই ঘটনায় কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে ওই ২৭ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। 

পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি ২৭ জন শ্রমিকের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার ও এদের পূনর্বহালের দাবিতে পুনরায় কারখানার সব প্রোডাকশন বন্ধ করে দিয়ে কারখানা প্রাঙ্গনে অবস্থান করে।

তখন মালিকপক্ষ কারখানা শ্রম আইনে লে-অফ ঘোষণা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। বহিরাগত লোকজন কারখানা ভাঙচুর করেছেন। শ্রমিকদের হয়রানি করতে ২৭ শ্রমিককে চাকরিচ্যুত ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দিতে হবে।

ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেডের সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন, কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিলো। এই আন্দোলনে কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা মামলা প্রত্যাহার পুলিশি ও মাস্তানদের দ্বারা হয়রানি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এমএ শাহীন বলেন, ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় ২শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।

তিনি আরও বলেন, সেই সাথে ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজকে হঠাৎ করেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।

শ্রমিকদের দাবী কারখানা খুলে দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে। ঝুট সন্ত্রাসী দ্বারা ভয় ভীতি বন্ধ করতে হবে।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙ্গচুরের ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছে। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে আমরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে নেই। 

নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিলো। তাদের বিশৃঙ্খলার কারণে মালিকপক্ষ মামলা করে। আর তাই মামলা প্রত্যাহারের দাবিতে আজ তারা রাস্তায় নামে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ গ র ম ন টস হয়র ন

এছাড়াও পড়ুন:

বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন  

আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ তার কর্মী সমর্থকরা।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিপুল নেতাকর্মী নিয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ কালে ওই সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাশেদ আহাম্মেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ মেম্বার, সাধারন সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ আলম, ফারুক,আনোয়ার, সিপন, মামুন, সাহাদাত, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, বিএনপি নেতা আলম, মহিবুল ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, অহিদ, জব্বার পাঠান, শাহীন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা রনী, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস রাজিব, খোকন, শ্যামল, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিনসহ মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
  • সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড
  • সোনারগাঁয়ে চিত্র নায়িকা দিতির মেয়ে সন্ত্রাসী হামলার শিকার
  • ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের
  • নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকারের অভিযোগ দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 
  • বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ
  • বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন