জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, দুই পরীক্ষার্থী আটক
Published: 17th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের সাহায্যে উত্তরপত্র (ওএমআর) পূরণের সময় পারমিতা দত্ত ভূমি (১৭) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে সহায়তাকারী হিসেবে পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা তার বোন নিবেদিতা দত্তকেও আটক করে প্রক্টরিয়াল টিম। তারা দুজনই কিশোরগঞ্জ সদরের নয়ন চন্দ্র দত্তের মেয়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, পারমিতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে তিনি মোবাইল ফোন দেখে উত্তরপত্র পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল টিম এসে পরীক্ষার্থীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সহযোগী হিসেবে বাইরে অপেক্ষারত নিবেদিতা দত্তকেও আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তির প্রক্রিয়া চলছে।
আবেদনের যোগ্যতা—*সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে।
*৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স সিএস/সিই/ সিএসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারে।
আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষা: ১১ এপ্রিল, বেলা ৩টা
ফলাফল প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫
বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://pmit.iitju.edu.bd/