অধ্যায় ৭

 ১.      নিচের কোনটি অ্যাসিড

          ক. NaHCO3         খ. NaCl

          গ. NaOH     ঘ. H2CO3

 ২.     দইয়ে কোন অ্যাসিড থাকে?

          ক. ল্যাকটিক অ্যাসিড খ. অ্যাসিটিক অ্যাসিড

          গ. অক্সালিক অ্যাসিড   ঘ. সাইট্রিক অ্যাসিড

 ৩.     কোনটি দুর্বল অ্যাসিড?

          ক. নাইট্রিক অ্যাসিড     খ. অ্যাসিটিক অ্যাসিড

          গ.

হাইড্রোক্লোরিক অ্যাসিড   ঘ. সালফিউরিক অ্যাসিড

 ৪.     পাকস্থলিতে কোন অ্যাসিড আছে?

          ক. H2SO4  খ. HNO3

          গ. HCl         ঘ. H2CO3

 ৫.     হিস্টামিন কী?

          ক অ্যাসিড           খ. ক্ষারক

          গ. ওষুধ       ঘ. লবণ

 ৬.    বেকিং পাউডারের সংকেত কী?

          ক. NaOH    খ. Ca(OH)2 

          গ. NaHCO3          ঘ. CaCO3

 ৭.     বোলতা বা বিচ্ছুর হুলের জন্য সৃষ্ট জ্বালা নিবারণের মলমে কী থাকে?

          ক. ভিনেগার        খ. সাইট্রিক অ্যাসিড

          গ. নাইট্রিক অ্যাসিড      ঘ. অক্সালিক অ্যাসিড

 ৮.     টুথপেস্ট কী?

          ক. অম্ল       খ. লবণ

          গ. ক্ষার       ঘ. নির্দেশক

 ৯.     কোন অ্যাসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?

          ক. অ্যাসকরবিক          খ. ফরমিক অ্যাসিড

          গ. সাইট্রিক অ্যাসিড     ঘ. ল্যাকটিক অ্যাসিড

 ১০.   কপার সালফেটকে কী বলে?

          ক. ফিটকিরি        খ. তুঁতে

          গ. খাদ্যলবণ        ঘ. খাবার সোডা

 ১১.    আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

          ক. CH3COOH      খ. HCOOH

          গ. HCl         ঘ. HOOC–COOH

 ১২.   অ্যামোনিয়াম নাইট্রেট কোনটি?

          ক. অ্যাসিড          খ. ক্ষার

          গ. সার        ঘ. সোডা

 সঠিক উত্তর

 অধ্যায় ৭: ১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ৯ ঘণ্টা আগেআরও পড়ুনএকাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইট র ক অ য স ড

এছাড়াও পড়ুন:

দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার অসদুপায়ের জন্য ১৮ জন পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

অবশ্য, স্বাভাবিকভাবেই প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীরা পরের পরীক্ষাগুলোতেও অনুপস্থিত থাকে। প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। এই হিসাব বলছে, আজ নতুন করে আরও কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষার দ্বিতীয় দিনে এ তথ্য জানানো হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। আজকের পরীক্ষায় বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং তিনজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ডের, ৩১ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। প্রথম দিনে অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছিল ২২ জন পরীক্ষার্থী।

এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এ বছর ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। অবশ্য, অনেকেই পরীক্ষায় অংশ নেয়নি। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..
  • এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়
  • ফেনীতে কালবৈশাখীতে লন্ডভন্ড লোকজ মেলার মাঠ
  • দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন মহির
  • উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে
  • বিএসএমএমইউয়ে নার্সিং ভর্তি, হতে হবে অবিবাহিত, ২০২১–এ এসএসসি হলেও আবেদন
  • এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কম, অনুপস্থিতিও বেশি, কারণ কী
  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষকে অব্যাহতি
  • দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত