পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কে উপজেলার রুহিতলাবুনিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তারা মারা যান।

স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হন। এছাড়া সেখানে সড়কে থাকা আরও দু’জন আহত হন।

নাজিরপুর থানার ওসি মো.

মাহামুদ আল ফরিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

চীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রথম বছরে ১০ হাজার চায়নিজ ইউয়ান

চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। তেমনি একটি বৃত্তি প্রেসিডেনশিয়াল স্কলারশিপ। দেশটির জিয়াংসু বিশ্ববিদ্যালয় এ স্কলারশিপ দেয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বৃত্তির সুযোগ-সুবিধা—

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বৃত্তির জন্য সুবিধা ভিন্ন ভিন্ন। এর মধ্যে ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের প্রথম বছর ১০ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।

পড়াশোনার বিষয়গুলো—

ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

স্নাতকে আবেদনের বয়স ২৫ বছরের কম, স্নাতকোত্তরের ৩০ বছরের কম ও পিএইচডির জন্য ৪০ বছরের কম বয়সী শিক্ষার্থী হতে হবে

সম্পর্কিত নিবন্ধ