চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আসর শুরু করবে মোহাম্মদ রিজওয়ানের দল। 

ওই ম্যাচের আগে পাকিস্তান জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছে পিসিবি। পাকিস্তানের নতুন জার্সি পরে পোজ দিয়েছেন জাতীয় দলে খেলা সাবেক দুই অধিনায়ক বাবর আজম ও  শাহিন শাহ আফ্রিদি। তারা দলগত ছবিও তুলেছে। 

পাকিস্তান জাতীয় দলকে মেন ইন গ্রিন বলা হয়। তারা সবুজ জার্সি পরে বলেই এমনটা নাম তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান বেছে নিয়েছে গাড়ো সবুজ জার্সি। পূর্বে পাকিস্তান এমনই জার্সি পরে খেলত। 

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ছয় দলকে নিজ দেশে স্বাগত জানাবে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘অপেশাদার আচরণ’, পরিচালকের অভিযোগের বিরুদ্ধে যা বললেন দীঘি

বছরের শুরুতে প্রকাশিত ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে নায়িকা হিসেবে দেখা যায় দীঘিকে। এই টিজার প্রকাশের পর সবাই দীঘির লুক ও অভিব্যক্তির প্রশংসা করেন। শুটিংয়ের দিনক্ষণ কাছাকাছি আসতেই জানা যায়, বদলে গেছে নায়িকা চরিত্রের পরিকল্পনা। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘টগর’ ছবি থেকে বাদ পড়েছেন দীঘি! তাঁর জায়গায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। পরিচালক আলোক হাসান ‘টগর’ ছবি থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে সামনে এনেছেন দীঘির অপেশাদার আচরণ।

আলোক হাসান প্রথম আলোকে আজ মঙ্গলবার দুপুরে জানান, আজ থেকে চট্টগ্রামে ‘টগর’ ছবির শুটিং শুরু হয়েছে। বন্দরনগরীর বিটিসিএল কলোনিতে প্রথম দিনের শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে আদর আজাদ, পূজা চেরীসহ অন্য অভিনয়শিল্পীরা অংশ নিয়েছেন। সব ঠিক থাকলে আজ থেকে এই শুটিংয়ে থাকার কথা ছিল দীঘির। কিন্তু বাদ পড়ায় তা হয়নি। অপেশাদার আচরণ প্রসঙ্গে কথা হয় দীঘির সঙ্গে।

দীঘি

সম্পর্কিত নিবন্ধ