বগুড়ার সোনাতলা উপজেলায় হামলায় যুবদল নেতা রাশেদ মিঞা (২৭) নিহতের ঘটনায় ২০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫ জনকে।

গতকাল রোববার রাতে সোনাতলা থানায় এ মামলা করেন নিহত রাশেদুল মিঞার মা ওজেনা বেগম। আসামিদের মধ্যে আছেন পাকুল্যা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, তাঁর চাচাতো ভাই জাহাঙ্গীর আলম এবং পাকুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান।

রাশেদ মিঞা পাকুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কিছুদিন আগে পাকুল্যা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে পাকুল্যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকুল্যা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির স্বপদে বহাল থাকার জন্য তাঁর চাচাতো ভাই জাহাঙ্গীর আলমকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বহাল রাখার জন্য গোপনে নানা অপচেষ্টা করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি ব্যবস্থাপনা কমিটি বাতিল এবং প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন করে। এ সময় প্রধান শিক্ষকের মদদে পাকুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, যুবলীগের দোসররা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে এবং মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলে।

যুবদল নেতা রাশেদ মিঞা শিক্ষার্থীদের আক্রমণ থেকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং হামলার প্রতিবাদ করেন। এ সময় হামলাকারীরা রাশেদসহ তাঁর লোকজনকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে শিক্ষার্থীরা ৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি বিকেলে বিএনপি নেতা আবদুল হান্নানসহ আসামিরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাশেদ মিঞার ওপর হামলা করেন। এ সময় মাথায় ইটের আঘাত করা ছাড়াও ধারালো অস্ত্র, চাপাতি ও রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। ১৪ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রাশেদ মারা যান।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মিলাদুন্নবী বলেন, রোববার রাতে ২০ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছে। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুনবগুড়ায় হামলায় যুবদল নেতার মৃত্যু, অভিযুক্ত বিএনপি নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর১৫ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বদল ন ত ব এনপ

এছাড়াও পড়ুন:

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম অংশে তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, চাষাড়া, মাসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ডিপিডিসি কর্তৃক পোষ্ট পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা করছে, এই প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী।  

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন এর সঞ্চালনায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সম্মুখে মঙ্গলবার সকাল ১১টায়   মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর নিকট প্রি-পেইড মিটার বন্ধে দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় আটজন বীর মুক্তিযোদ্ধা সহ আমরা নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দের সহিত প্রধান প্রকৌশলী অসৌজন্যমূলক আচরণ করেন। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ ও নেতৃবৃন্দ তার আচরণে অসন্তোষ প্রকাশ করলে তিনি দুঃখ প্রকাশ করেন।

মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বিভিন্ন এলাকায় এই প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের নানা রকম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির কথা তুলে ধরে এই কার্যক্রম বন্ধের জোর দাবী জানান।

প্রধান বক্তা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ বি সিদ্দিক বলেন, এ ধরনের একটি গণবিরোধী কার্যক্রম ডিপিডিসি কর্তৃপক্ষ কিভাবে পরিচালনা করছেন জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। অবিলম্বে এই প্রি- পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে ভুক্তভোগী নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার কথা মতো উপজেলা চলবে, কথা না শুনলি চাকরি কত্তি পারবা না’
  • কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
  • কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন
  • কুয়েটে হামলা: জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
  • ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে।’
  • রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
  • বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন
  • কুষ্টিয়ায় অবৈধ যান বন্ধের দাবিতে শিক্ষার্থী, অভিভাবকদের মানববন্ধন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগরে মানববন্ধন
  • সুনামগঞ্জ-সিলেট সড়কে কর্মবিরতির ডাক