ঈদে সিনেমা মুক্তির প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসা উচিত: নিরব
Published: 17th, February 2025 GMT
প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে; গত কয়েকবছর ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্র জগতে। গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পায় ১২টি সিনেমা। এত ছবির ভিড়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় দর্শক। দেশে প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে একসঙ্গে এত বেশি সিনেমা মুক্তির বিষয়টি ভালো চোখে দেখছেন না চিত্রনায়ক নিরব।
তিনি বলেন, ‘ঈদে যদি ১০০টি সিনেমাও মুক্তি পায় মানুষ কিন্তু সর্বোচ্চ তিনটি সিনেমা দেখে। কিছু পরিচালক ও প্রযোজক আছেন যারা জোর করে ঈদের সময় সিনেমা মুক্তি দিয়ে থাকেন। এতে করে দর্শক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। শেষ পর্যন্ত দুই একটা বাদে সব সিনেমা ক্ষতি হয়। আমার মনে হয়, এই জায়গা সবার বেরিয়ে আসা উচিত। তাতে সবারই ভালো হবে।’
সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। এ সিনেমায় প্রথমবার নিরবের সঙ্গে জুটি হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি।
পরীমণির সঙ্গে প্রথম কাজের বিষয়ে সমকালকে নিরব বলেন, ‘পরীমণির সঙ্গে এটা আমার প্রথম কাজ। সিনেমার জন্য আমার ছবি প্রকাশ হওয়ার পর দেখলাম দর্শক আমাদের সাদরে গ্রহণ করছেন। পরীমণি ওয়েব সিরিজসহ যে কয়েকটি কাজ দেখেছি আমার কাছে দারুণ লেগেছে। আমার মনে হয়, এ সিনেমায় ডানা ও গোলাপ চরিত্রের যে রসায়ন সেটা দর্শক পছন্দ করবে।’
এর আগে বেশ কয়েকটি সিনেমায় অ্যাকশন হিরোর অবতারে পাওয়া গেছে নিরবকে। তবে ‘গোলাপ’ সিনেমায় অ্যাকশন, রোমান্স ও থ্রিলার মিলে পর্দায় হাজির হবেন তিনি।
নিরবের কথায়, “এর আগে অ্যাকশনধর্মী সিনেমা করেছি। আমার সর্বশেষ ‘ক্যাসিনো’ সিনেমায় অ্যাকশন-থ্রিলার ছিল। এর আগের সিনেমা ‘আব্বাস’ ছিল পুরান ঢাকার একটা দারুণ গল্প। কিছুটা সেই জনরা থেকেই ‘গোলাপ’ নির্মাণ হচ্ছে। বলা যায়, ‘গোলাপ’ সিনেমাটি রাজনৈতিকধর্মী সিনেমা সঙ্গে থ্রিলার বিষয়টিও আছে।”
নিরবের কথায়, ‘ফুলের নামে হলেও এটা একটা চরিত্রের নাম। সাধারণ একটা ছেলে যার নাম গোলাপ মিয়া। তার চরিত্রের কারণেই সিনেমার নাম গোলাপ। তবে এখানে ফুলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে অনলাইনে
আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) নেওয়া হবে না। সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব জিমেইল আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।
আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে পাবেন। নিজস্ব জিমেইল আইডি থেকে কিউআর কোড সম্বলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।