ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, আহত ১
Published: 17th, February 2025 GMT
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনা দেখতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত ওই যুবকের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা সেটি নিশ্চিত জানা যায়নি। নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা শান্ত পাট্টাদার বলেন, সকালে তিনি ওই যুবককে রেললাইনের উপর বসে থাকতে দেখে তাকে সেখানে না বসে পাশের দোকানে এসে বসতে বলেন। তাতেও তিনি কর্ণপাত না করলে ট্রেন চলে আসার পর রেল লাইনের পাশে তার শরীরের বিচ্ছিন্ন অংশগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী আফিফ আল আবির (২০) ঘটনাটি দেখতে ট্রেনের দরজার হাতল দিয়ে মুখ বাড়িয়ে উঁকি দেওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান। গুরুতর আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
‘এই জয় তোমাদেরও’, বাংলাদেশকে এনজো
ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠ মুনমেন্টালে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে যা ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। অন্যদিকে ৪১ বছর পর ব্রাজিলের বিপক্ষে অন্তত চার গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।
ম্যাচে দুর্দান্ত খেলেছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তিনি ম্যাচের দ্বিতীয় গোলটি করেন এবং ম্যাক অ্যালেস্টারকে দিয়ে তৃতীয় গোলটি করান। এছাড়া গোলের আরও দুটি সুযোগ তৈরি করেন। ম্যাচে শতভাগ সঠিক পাস দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ওই এনজো বাংলাদেশকে স্মরণ করেছেন। সমর্থন করায় ধন্যবাদ দিয়েছেন। সামাজিক মাধ্যমে করা পোস্টে আর্জেন্টিনার এই বড় জয় বাংলাদেশেরও এমন মন্তব্য করেছেন, ‘অসাধারণ সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ। এই জয় তোমাদেরও।’
এছাড়া রাফিনিয়াকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়েছেন কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের পুরস্কার পাওয়া এনজো, ‘পরেরবার ভদ্র আচরণ করো রাফিনিয়া।’