ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার ‘অবৈধ’ বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফ্রাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দেশটির সরকার। খবর মিডল ইস্ট আইয়ের।

জানা গেছে, এসব এলাকায় ৯৭৪টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি ওয়াচডগ পিস নাউয়ের তথ্য অনুসারে, নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে বাসিন্দাদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

আল জাজিরা বলছে, ইফ্রাত বসতির ফলে দক্ষিণে একটি পরিকল্পিত বেথলেহেম মেট্রোপলিসের বিকাশ বাধাগ্রস্ত হবে। ইসরায়েল যদি এলাকাটিকে সংযুক্ত করতে চায়, তবে এটি সমগ্র দক্ষিণ পশ্চিম তীরের অংশের সংগে বিচ্ছিন্ন হবে, যা হাইওয়ে ৬০-এর বেথলেহেমের মাধ্যমে উত্তরের সংযোগের ওপর নির্ভর করে।

পিস নাউ বলেছে, যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করছে, নেতানিয়াহু সরকার ‘স্টেরয়েডের ওপর’ কাজ করছে। তারা মাটিতে এমন তথ্য প্রতিষ্ঠা করতে যা শান্তি ও সমঝোতার সুযোগকে ধ্বংস করবে। এটা এখন স্পষ্ট যে একা সামরিক পদক্ষেপ ইসরায়েলের সংঘাত বা নিরাপত্তার সমাধান আনবে না। শেষ পর্যন্ত আমাদের ফিলিস্তিনিদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। নেতানিয়াহু সরকার ইসরায়েলি স্বার্থের ক্ষতি করছে এবং টর্পেডো করছে। সমঝোতা একমাত্র সমাধান যা আমাদের নিরাপত্তা ও শান্তি আনতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

ফায়ার সার্ভিসের সদর দপ্তর নির্মাণসহ ৫৪১ কোটি টাকার ৩ প্রস্তাব অনুমোদন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি ভেরিয়েশন ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর নির্মাণসহ ৩ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৫৪১ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৬১৯ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন কম্পাউন্ডে ২০তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন এলাকায় ২০তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজ কুশলী নির্মাতা লিমিটেডের সঙ্গে ৭৮ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৫৬৭ টাকায় চুক্তি  হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভভুক্ত বা টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস বা বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯৯৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
 
সভায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস্ এলাকায় ২২তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রকল্প বাস্তবায়নে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের  সঙ্গে ৮০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় কিছু আইটেম হ্রাস বা বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৯৪৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

সভায় ‘কন্সট্রাকশন অব ১০ স্টোরেড হেডকোয়ার্টার্স বিল্ডিং অব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স  অ্যাট মিরপুর’ নির্মাণে পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ‘নগরাঞ্চলের ভবন সুরক্ষা’ প্রকল্পের আওতায় প্রকল্পের নির্মাণে পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে। ২টি দরপত্রই টেকনিক্যালি রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি থেকে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিওএ করপোরেশন,ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা।

এছাড়া, সভায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান থেকে টিএসপি ও ডিএপি সার চুক্তির মাধ্যমে আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ঢাকা/হাসনাত/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ফায়ার সার্ভিসের সদর দপ্তর নির্মাণসহ ৫৪১ কোটি টাকার ৩ প্রস্তাব অনুমোদন