ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাংবাদিক এম সাইফুজ্জামানের (তাজু) বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিথলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের ভাষ্য, পটকা ফাটানো হয়েছে।

এম সাইফুজ্জামান দৈনিক সমকাল পত্রিকার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি। বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তাঁর স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

এম সাইফুজ্জামান বলেন, গতকাল রাতের খাবার শেষে তাঁর স্ত্রী ও সন্তান ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী ও সন্তানের ঘুম ভেঙে যায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে আলামত উদ্ধার করে। তবে কী কারণে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

সাংবাদিক এম সাইফুজ্জামানের স্ত্রী বেলিনা খাতুন বলেন, ‘আমরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলাম। পরে একটি বিস্ফোরণের বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। পুরো ঘরে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় আমি ও আমার সন্তান আতঙ্কিত হয়ে পড়ি। আমরা ভয়ে আর ঘর থেকে বের হয়নি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ আসে। আমার ছেলের সঙ্গে কথা বলে পুলিশ চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজার সামনে ককটেল–জাতীয় কোনো বস্তুর কিছু অংশ পড়ে আছে। সকালে আবার পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, ঘটনাটি জানার পর রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আজ সকালে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে বিকট শব্দ ককটেলের নয়, পটকা–জাতীয় কিছু হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ