Risingbd:
2025-04-15@17:57:43 GMT

বইমেলায় আবু আককাসের দুই বই

Published: 17th, February 2025 GMT

বইমেলায় আবু আককাসের দুই বই

অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে আবু আককাস আহমেদের দুই বই ‘শুল্ক গোয়েন্দার জীবন’ ও ‘টাইগার সিদ্দিক’।

বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের জীবন কাহিনী নিয়ে লেখা ‘টাইগার সিদ্দিক’ এবং রহস্য ও গোয়েন্দা বিষয়ক ‘শুল্ক গোয়েন্দার জীবন’ বই দুইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩০০ টাকা মূল্যের বই দুইটি পাওয়া যাচ্ছে অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়নে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ একজন সাবেক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। নেত্রকোণার মুক্তিসেনা (নাড়িয়াপাড়া) গ্রামে ১৯৫৪ সালের ১ মার্চ বিশিষ্ট সমাজসেবক মরহুম সৈয়দ আহমেদ তালুকদার ও হরমুজেননেসা তালুকদারের ঘরে জন্ম নেন তিনি। বাবা-মায়ের অনুপ্রেরণায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার অন্য তিনভাইও বাবা-মায়ের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

বইমেলায় ‘ডাইনোসর গ্রহে অভিযান’

বইমেলায় ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’

আবু আক্কাস আহমেদের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘হুমায়ূন আহমেদ: চেতনার নতুন আকাশ’, ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাস বিকৃতির নিলজ্জ প্রয়াস’ এবং অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে রচিত ‘মুক্তিযুদ্ধ: রণাঙ্গন নেত্রকোণা’। 

বাংলা একাডেমী, বাংলাদেশ আর্মি গলফ ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনি আজীবন সদস্য এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের পৃষ্ঠপোষক।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল আহম দ বইম ল

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ