মিশরের রাজধানী কায়রোর শ্রমজীবী মানুষের আবাসস্থল কেরদাসায় সোমবার ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। এছাড়াও ধ্বংসস্তুপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আখবার আল-ইয়ুম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল কায়রোতে ভবন বিধিমালা অসমভাবে প্রয়োগ করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে। ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা এবং ভবন নির্মাণের নিয়মকানুন মেনে না চলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘৭৮৬’ লেখা পোশাকে সিনেমা দেখতে এলেন নিশোর শতাধিক ভক্ত
এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা নিয়ে এখনও দর্শক উন্মাদনা এখনো কমেনি। সেই উন্মাদনায় ভাসলেন আফরান নিশোর শতাধিক ভক্ত। মিছিল নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলেও তারা।
জানা গেছে, শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশ'রও বেশি নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন। এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা সেই পোশাক।
ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।
বিষয়টি নিয়ে ‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল সমকালকে বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।”
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।