Risingbd:
2025-03-30@09:27:31 GMT

মিশরে ভবন ধসে নিহত ১০, আহত ৮

Published: 17th, February 2025 GMT

মিশরে ভবন ধসে নিহত ১০, আহত ৮

মিশরের রাজধানী কায়রোর শ্রমজীবী মানুষের আবাসস্থল কেরদাসায় সোমবার ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। এছাড়াও ধ্বংসস্তুপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আখবার আল-ইয়ুম।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। 

আরব নিউজের খবরে বলা হয়েছে, ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল কায়রোতে ভবন বিধিমালা অসমভাবে প্রয়োগ করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে। ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা এবং ভবন নির্মাণের নিয়মকানুন মেনে না চলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুর নাজিরপুর উপজেলার অর্ধশত পরিবার। আজ রোববার সকাল ৮টায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর খেজুরতলা গ্রামের আল আমীন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের পল্লি চিকিৎসক মো. হুমায়ুন কবির জানান, তারা প্রায় অর্ধশত  পরিবারের ৬০ নারী ও পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমিন মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন স্থানীয় স্কুলশিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।  

তারা গত ১৭ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন। তিনি আরও জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী, শনিবার তাদের ২৯টি রোজা পূর্ণ হয়। আজ রোববার তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।   

সরেজমিনে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পেছনের অংশে (বারান্দায়) কাপড় দিয়ে আটকে পর্দাবেষ্টিত করে নামাজ আদায় করছেন নারীরা। 

নামাজে অংশ নেওয়া স্থানীয় নারীরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই একসঙ্গে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সব নর-নারীর জন্য মঙ্গল কমনা করে দোয়া করা হয়।

প্রসঙ্গত, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদ পালন করে থাকেন।

সম্পর্কিত নিবন্ধ