জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: আগুনে পুড়ল দলীয় কার্যালয়সহ চারটি দোকান
Published: 17th, February 2025 GMT
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গতকাল রোববার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাতে পুনট বাজারে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলা ও ভাঙচুরকারীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। ওই ঘটনার পর গতকাল রাত ১১টার দিকে আবার দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান আগুনে পুড়ে যায়।
মিজানুর রহমান নামের এক দোকানমালিক বলেন, ‘দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান পুড়েছে। এর মধ্যে আমার সার-কীটনাশক ও দুটি গুদাম পুড়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
মিজানুর রহমানের অভিযোগ, তারা রাত ১১টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে দোকানঘরে আগুন লাগার খবর পাওয়ার পর কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানিয়েছেন। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসেছে। ততক্ষণে মালামাল পুড়ে গেছে। ১৪৪ ধারা জারি থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে টালবাহানা করেছে।
এমন অভিযোগ অস্বীকার করে কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। একটি দলীয় কার্যালয় ও চারটি দোকানের আগুন নিভিয়েছি।’
আরও পড়ুনজয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি১৯ ঘণ্টা আগেকালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুনট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীরা দ্বন্দ্বে জড়ান। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। রাতের বেলায় একটি দলীয় কার্যালয় ও দোকানে আগুন লেগেছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।
সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।
সেখানে তিনি লেখেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে।
এনসিপি সংক্রান্ত আলাপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুই জনেরই সময় বাঁচবে।”
এর আগে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসীকতার জন্য ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাসংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ঢাকা/ইভা