কু‌ষ্টিয়ার সেই ৭ বি‌য়ে করা র‌বিজু‌ল ইসলা‌মের বিরু‌দ্ধে মানব পাচা‌রের অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ ঘটনায় সিরাজ শেখ না‌মে এক ভুক্তভোগী যুব‌কের বাবা ইসলামী বিশ্ব‌বিদ্যালয় থানায় লি‌খিত অ‌ভি‌যোগ করেছেন। 

গত ৫ ফেব্রুয়া‌রি দা‌য়ের করা অ‌ভি‌যো‌গে ‌র‌বিজুল, তার বাবা আয়নাল এবং স্ত্রী রু‌বি খাতু‌নের নাম উল্লেখ করা হ‌য়ে‌ছে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মে‌হেদী হাসান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

র‌বিজুল ইসলাম (৪০) কুষ্টিয়া সদর উপ‌জেলার মিয়াপাড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি পেশায় মাইক্রোবাস চালক ছি‌লেন। জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। ১৫ বছর লিবিয়ায় থাকার পর দে‌শে ফি‌রে ৭ বি‌য়ে ক‌রে আলোচনায় আসেন তি‌নি।

পু‌লিশ ও ভুক্ত‌ভোগী প‌রিবার  জানায়, দুই বছর আগে সদর উপ‌জেলার জগ‌তি কৃষকপাড়ার সিরাজ শে‌খের ছে‌লে তান‌জিলকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকার বিনিময়ে লিবিয়া পাঠি‌য়ে দেন র‌বিজুল। সেখানে সাত-আট মাস কাজ করানোর পর তানজিলকে  মানব পাচারকারী চক্রের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন সিরাজ শেখ। পরে তিনি ছেলেকে মুক্ত করতে ধারদেনা করে ৩৪ লাখ টাকা তুলে দেন। কিন্তু দফায় দফায় টাকা নেওয়ার পরও দালালরা ছেলেকে মুক্ত করেনি বলে তিনি জানান। অবশেষে প্রায় ১০ মাস পর ১১ ফেব্রুয়ারি বন্দিশালা থেকে ছাড়ি‌য়ে ছেলেকে লি‌বিয়া‌য় এক প‌রি‌চিত জ‌নের কা‌ছে তানজিলকে তিনি রেখেছেন। এখন ছেলেকে দেশে ফেরাতে বিমানভাড়া জোগাড় করতে পারছেন না তিনি।

পেশায় মোটর মেকানিক সিরাজ শেখ ব‌লেন, ‘‘আমার সুখের সংসার ছিন্নভিন্ন করে দিয়েছে রবিজুল। তানজিল কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। প্রলোভন দে‌খি‌য়ে ছে‌লে‌কে ইতালি পাঠা‌নোর নাম ক‌রে লি‌বিয়া প‌ঠি‌য়ে‌ছে। মা‌ফিয়া চ‌ক্রের কাছ থে‌কে ছে‌লে‌কে ছাড়া‌তে ভিটেমাটি বিক্রি করে দিয়ে এখন জগতির রেলের জায়গায় থাকতে হচ্ছে।’’

সিরাজ শেখ বলেন, ‘‘ছেলেকে ছাড়াতে দফায় দফায় মোট ৩৪ লাখ টাকা দালালকে দিয়েছি। এরপর টাকা চাইলেও আর দিতে পারিনি। অবশেষে গত ১১ ফেব্রুয়ারি তানজিল বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে।’’

‘‘মানব পাচারকারী চক্রের হোতা রবিজুল একসময় লিবিয়ায় থাকলেও বর্তমানে বাংলাদেশেই সক্রিয়। তার ৭টি বিয়ে হয়েছে এবং বর্তমানে ৫ স্ত্রীকে নিয়ে আত্মগোপনে আছে।’’ বলেও জানান ভুক্তভোগী বাবা। 

এ বিষ‌য়ে জান‌তে র‌বিজু‌লের মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে ফোন‌টি বন্ধ পাওয়া যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মে‌হেদী হাসান ব‌লেন, ‘‘ভুক্ত‌ভোগী এক যুব‌কের বাবা থানায় অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে র‌বিজু‌লের বাবা ও স্ত্রী‌কে‌ জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় আনা হ‌য়ে‌ছে।’’

কাঞ্চন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

অনুশীলনে অনুপস্থিত বাবর, কেমন হবে পাকিস্তানের একাদশ

বাবর আজম ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে থাকবেন তো? প্রশ্নটা উঠছে। কারণ, গতকাল দলের অনুশীলনে ছিলেন না বাবর। যে অনুশীলন সেশনে পিসিবি প্রধান মহসিন নাকভি উপস্থিত ছিলেন, সেখানে বাবরের না থাকা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ফখর জামান চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এমন অবস্থায় পাকিস্তান ভারতের বিপক্ষে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে নামবে। এই ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?

পাকিস্তান দলে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওপেনার ফখরের জায়গায় স্কোয়াডে এসেছেন ইমাম-উল-হক। দলে আছেন আরেক ওপেনার উসমান খানও।  এরপরও আজ ইমামের খেলার সম্ভাবনাই বেশি। কারণ, উসমানের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ব্যাটিং করেন ৪ নম্বরে।

বাবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। তিনি যদি খেলেন তাহলে ইমামের সঙ্গে ওপেন করবেন তিনি। গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চার নম্বরে রিজওয়ান ও পাঁচ নম্বরে খেলবেন সালমান আগা।

দল থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তাঁর জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। গত ম্যাচে ফিফটি করা খুশদিল শাহ খেলবেন লোয়ার মিডল অর্ডারে। যথারীতি থাকবেন তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও এক স্পিনার আবরার আহমেদ। দুবাইয়ের উইকেটের সুবিধা নিতে চাইলেও আরেক বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ তাদের নেই। স্কোয়াডেই তো আছেন শুধু বিশেষজ্ঞ স্পিনার একজন—আবরার।

ভারতের সংসার সুখের। সেখানে ফর্মের কারণেই এই মুহূর্তে কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। দলের কম্বিনেশনের কারণে হয়তো কেউ একাদশের বাইরে থাকতে পারেন। সে ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণে। স্পিন শক্তি আরও বাড়াতে যোগ হতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও সেই সম্ভাবনা কম।

২৯ বছর অপেক্ষার পর ঘরের মাঠে পাকিস্তান খেলছে আইসিসির কোনো টুর্নামেন্ট। দীর্ঘ অপেক্ষার এই টুর্নামেন্ট শুরুর তিন দিনের মধ্যেই বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক পাকিস্তান। দেখা যাক এমন পরিস্থিতিতে পাকিস্তান জ্বলে উঠতে পারে কি না।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।

সম্পর্কিত নিবন্ধ