হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোহেল হাসান গালিব নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ‘তৌহিদি জনতা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.

)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ করেন অনেকে। গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ র কর

এছাড়াও পড়ুন:

অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য-বিবৃতি ঘিরে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিচ্ছে। রাজনীতিতে যখন বিভ্রান্তি থাকবে, তখন সমাজের বিভিন্ন স্তরে স্বাভাবিকভাবে অস্থিরতা দেখা দেবে। এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেক মানুষ সমস্যার সম্মুখীন হবে। 

রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সংসদ কার্যকর দেরি হলে অস্থিরতা আরও বাড়বে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারসহ সব মহলের মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যা-ই হোক না কেন, সেটি সংসদেই হতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতি অস্থির হলে এর প্রতিফলন ঘটবে অর্থনীতিতে। আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে সবকিছু। 

আইনজীবীকে সমাজের দর্পণ আখ্যা দিয়ে তারেক রহমান দেশে স্থিতিশীলতা ফেরাতে আইনজীবীদের ভূমিকা চান। তিনি বলেন, কোনো কোনো ব্যক্তি বলেন, নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এ কথাটি এভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে দেশে একটি স্থিতি অবস্থা আসবে। ধীরে ধীরে সংস্কারকাজগুলো শুরু হবে, সমস্যা কমতে শুরু করবে। 

তারেক রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি সংস্কার প্রস্তাব করছেন। এটি খুব ভালো। তবে যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি এবং যুগপৎ আন্দোলনের দলগুলো মিলে ৩১ দফা উপস্থাপন করেছে। যারা সংস্কারের কথা বলছেন, ওই সব সংস্কার বাস্তবায়নে সংসদের প্রয়োজন হবে। বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। এ জন্য এটিকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জয়নুল আবেদীন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৮৫ জন নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ
  • পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড:মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়
  • চট্টগ্রামে পেশাজীবীদের নির্বাচন লেজেগোবরে
  • নোভারটিসের বাংলাদেশের শেয়ার স্থানান্তরের ওপর স্থিতাবস্থা
  • কুষ্টিয়া আদালত চত্বরে হামলা-ব্যাপক ভাঙচুর, আইনজীবী আহত
  • চ্যানেল ওয়ান সম্প্রচারে আসতে বাধা নেই: আইনজীবী
  • আদালতে আতিকুলের অস্থিরতা, জানতে চাইলেন পরিবারের খবর
  • চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ
  • গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে করার দাবি
  • অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে: তারেক রহমান