কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারও পাচ্ছে না জনতা ব্যাংক
Published: 17th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়ম লঙ্ঘন করে প্রভাবশালী গোষ্ঠীগুলোকে ঋণ দিয়ে এখন চরম বিপদে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ঋণ বিতরণে মানা হয়নি একক ঋণ গ্রহীতার সীমাও। বিশেষ করে সালমান এফ রহমানের বেক্সিমকো, চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপ ও অপর কোম্পানি এননটেক্সের প্রতি বেশি উদারতা দেখিয়ে এখন পথে বসেছে জনতা ব্যাংক। এই তিন কোম্পানিকেই দিয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। আর এই তিন গ্রুপসহ ২৩টি গ্রুপ ও প্রতিষ্ঠানকে প্রায় ৭০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। আর বর্তমানে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা, যেটা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৬৬ দশমিক ১৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, জনতা ব্যাংকের ঋণের অধিকাংশ টাকা খেলাপিতে পরিণত হলেও এগুলো উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না ব্যাংকটি। খেলাপি ঋণ রিকভারি না করে গ্রাহকের টাকা ফেরত দিতে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে জনতা ব্যাংক। কিন্তু তাদেরকে টাকা ধার দিতে রাজি হয়নি কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি বৈঠক করেছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। বৈঠকে জনতা ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই সময় চলমান সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছিল জনতা ব্যাংক। কিন্তু তাদের প্রস্তাবে গভর্নর ড.
সূত্রটি জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জনতা ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো টাকা দেয়া হবে না। গ্রাহকদেরকে দেয়া টাকা উদ্ধারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। লোনের বিপরীতে যে জামানত রাখা আছে প্রয়োজনে সেগুলো বিক্রি করে টাকা আদায় করুন।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খেলাপি ঋণ আদায়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।
এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুজিবুর রহমানের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকোকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জনতা ব্যাংক। বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ ২০ হাজার ৭৫৩ কোটি টাকা।
এরপর জনতা ব্যাংক থেকে দ্বিতীয় শীর্ষ ঋণ গ্রহীতা হল চট্টগ্রামভিত্তিক আলোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলম। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংকে ঋণ রয়েছে ৭ হাজার ৮৩২ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ১ হাজার ২১৫ কোটি ১৬ লাখ টাকা।
ব্যাংক খাতের ঋণ কেলেঙ্কারির আরেক আলোচিত নাম হল এননটেক্স। এই গ্রুপও জনতা ব্যাংক থেকে ৭ হাজার ৭৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের প্রায় শতভাগই খেলাপির খাতায় চলে গেছে। এননটেক্সে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭ হাজার ৭০৮ কোটি ৭৬ লাখ টাকা।
এর মধ্যে আবার আলোচিত এননটেক্সকে দেয়া ঋণের টাকা কর্মকর্তাদের মাধ্যমে আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুদকও। এমনকি দুদকের পক্ষ থেকে রেকর্ড সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠিও দেয়া হয়েছে। দুদকের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দুদক বলেছে, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে এননটেক্স গ্রুপভুক্ত ২২টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ। উপরিউক্ত অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নি¤েœ বর্ণিত রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জনতা ব্যাংক থেকে রিম্যাক্স ফুটওয়্যার লিমিটেডের নেওয়া ১ হাজার ৭৭ কোটি ৬২ লাখ টাকা ফান্ডেড ঋণের পুরোটাই খেলাপি হয়ে পড়েছে। আর ক্রিসেন্ট গ্রুপের ঋণ ২ হাজার ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণের মধ্যে ১ হাজার ৮০৬ কোটি ৭৬ লাখ টাকাই খেলাপি। রতনপুর গ্রুপে জনতার ঋণ ১ হাজার ২২৭ কোটি ১৪ লাখ টাকা, যার পুরোটাই খেলাপি হয়ে পড়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রাঙ্কা গ্রুপে ১ হাজার ৭১৯ কোটি ৯ লাখ টাকা, ওরিয়ন গ্রুপে ২ হাজার ৮৫৪ কোটি ৪২ লাখ, থার্মেক্স গ্রুপে ১ হাজার ৯৪৪ কোটি ৭৭ লাখ, সিকদার গ্রুপে ৮২৯ কোটি, জনকণ্ঠ গ্রুপে ৭৮৭ কোটি ৪৮ লাখ, মেঘনা সিমেন্টে ৬৭৪ কোটি ৭২ লাখ, লেক্সো লিমিটেডে ৬৫৫ কোটি ৪৭ লাখ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডে ৬৩৫ কোটি ৪৫ লাখ, আনন্দ শিপইয়ার্ডে ৬১৪ কোটি ৫৪ লাখ এবং বিআর স্পিনিং লিমিটেডে ৫৭৪ কোটি ২২ লাখ টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক। এ ছাড়া চৌধুরী গ্রুপকে ব্যাংকটির দেওয়া ৬৫৮ কোটি ৪৫ লাখ টাকার ঋণের মধ্যে ৬২৫ কোটি ৭০ লাখ টাকাই খেলাপি হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জনতা ব্যাংকের কাছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (বিএডিসি) ঋণ ৪ হাজার ৩৭৩ কোটি ৯৩ লাখ টাকা। আর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণ ৩ হাজার ৬২৩ কোটি ৭৫৭ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ঋণ ২ হাজার ৯২১ কোটি ৩ লাখ এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ঋণ ১ হাজার ৬৯১ কোটি ৯৬ লাখ টাকা।
এএ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ঋণ র প আল চ ত ঋণ দ য়
এছাড়াও পড়ুন:
অতিরিক্ত ভাড়া আদায়, রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা
এক যাত্রী রাজশাহী থেকে ফেনী যাবেন। বাস ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু, তার কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। এমন ঘটনা দেখে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
আল্পনা ইয়াসমিন বলেন, ‘‘ঈদ পরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টারে বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/কেয়া/রাজীব