কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ
Published: 17th, February 2025 GMT
শ্রমিক ছাটাই বন্ধ, মামলা প্রত্যাহারসহ লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে শহরের চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২দিকে তারা সেখান থেকে সরে যান।
আন্দোলনরত শ্রমিক কামাল হোসেন বলেন, “ফতুল্লার নয়ামাটি এলাকার পোশাক কারখানা ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেডে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। গত ১১ ফেব্রুয়ারি এক মাসের বকেয়া বেতন ও ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এসময় কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে ওই ঘটনায় চাকরিচ্যুত ২৮ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এরপর থেকে কারখানার শ্রমিকরা মামলা প্রত্যাহার ও ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।”
আরো পড়ুন:
সাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরে ১৬ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
তিনি আরো বলেন, “গত রবিবার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী লে-অফ ঘোষণা করে। এঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।”
ফতুল্লা মডেল ওসি শরিফুল ইসলাম বলেন, “মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”
ঢাকা/অনিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ তার কর্মী সমর্থকরা।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিপুল নেতাকর্মী নিয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ কালে ওই সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাশেদ আহাম্মেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ মেম্বার, সাধারন সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ আলম, ফারুক,আনোয়ার, সিপন, মামুন, সাহাদাত, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, বিএনপি নেতা আলম, মহিবুল ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, অহিদ, জব্বার পাঠান, শাহীন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা রনী, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস রাজিব, খোকন, শ্যামল, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিনসহ মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।