প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘‘প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুল ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে।’’ 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে ‘পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ শীর্ষক দুই দিন ব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অধ্যাপক ডা.

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘‘আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় কারিকুলাম ফলো করে। কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে। পড়াশুনা যাতে ঠিকমতো হয়, সরকারি-বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের।’’ 

আরো পড়ুন:

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

ক্রিকেট খেলা নিয়ে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

উপদেষ্টা আরো বলেন, ‘‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত খবর হলো, ক্লাস থ্রি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠে চলে গেছে। আর ৪র্থ ও ৫ম শ্রেণির বইয়ের ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম। সেগুলোর ৮৪ ভাগ বই মাঠে চলে গেছে। গতকালকে আমি রিপোর্টটি পেয়েছি। আমি আশা করি, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির সব বই শিক্ষার্থীরা পেয়ে যাবে।’’ 

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে রিডিং কনফারেন্সে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

ঢাকা/রফিক/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়: আ স ম রব

জাতীয় সমাজতান্তিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়েছিলাম। সেজন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছিল আমাদের। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারও জীবনের বিনিময়ে শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। পরবর্তীতে নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেএসডি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আ স ম আবদুর রবের বাড়িতে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামগতি উপজেলা জেএসডির সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, গণঅধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ প্রমুখ। 

 

 

সম্পর্কিত নিবন্ধ