ভারতের চেয়ে সিঙ্গাপুরে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে
Published: 17th, February 2025 GMT
এক সময় পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি খরচ করতো। এবার ক্রেডিট কার্ডে খরচের দিক দিয়ে ভারতকে পেছনে ফেলে সিঙ্গাপুরে বেশি খরচ করছে বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের ডিসেম্বর মাসে ৪৯১ কোটি টাকা খরচ করেছেন। যা নভেম্বর মাসের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। নভেম্বর মাসে ক্রেডিট কার্ডে ৪৩১ কোটি টাকা খরচ করেছিল বাংলাদেশিরা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে। এর মধ্যে ডিসেম্বরে সিঙ্গাপুর গিয়ে বাংলাদেশিরা ৪১ কোটি ২০ লাখ টাকা খরচ করেছে। যা বাংলাদেশিদের মোট ক্রেডিট কার্ডের খরচের ৮ দশমিক ৩৯ শতাংশ। নভেম্বরে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৩৮ কোটি ৫০ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি দেশে বাংলাদেশীরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে। এর মধ্যে ডিসেম্বর মাসে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত ও ইউকে। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই ৫ দেশে হয়েছে। নভেম্বরের চেয়ে ডিসেম্বর মাসে আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর বাংলাদেশিদের খরচ বেড়েছে। এর মধ্যে ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরই থাইল্যান্ডের অবস্থান।
সংশ্লিষ্টরা বলছেন, এক সময় বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ করতো। কারণ বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেত। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচ ভারতে কমেছে।
বিপরীত দিকে থাইল্যান্ড, সিঙ্গাপুর বাংলাদেশিদের ভ্রমণ বেড়েছে। সে হিসেবে দেশগুলোতে ক্রেডিট কার্ডে খরচও বেড়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৭৪ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশ। আমেরিকার খরচের এ অঙ্ক নভেম্বরে ছিল ৬৮ কোটি ৪০ লাখ টাকা। একইভাবে ডিসেম্বরে থাইল্যান্ডে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৬৪ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ।
থাইল্যান্ডে খরচের এ অঙ্ক নভেম্বরে ছিল ৪৬ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া ডিসেম্বরে যুক্তরাজ্য গিয়ে খরচ করেছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া মালয়েশিয়া ৩৪ কোটি ৮০ লাখ এবং সৌদি আরবে ৩৪ কেটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।
এনএফ//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ দ র খরচ ড স ম বর ম স খরচ করত দশম ক খরচ র
এছাড়াও পড়ুন:
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল বিভাবরী
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাবরী সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় না, বরং তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সামরিক ও বেসামরিক ব্যক্তি ও অভিভাবকরা। তারা এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চা শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং তাদের সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে সহায়ক।’
তারা আরও বলনে, ‘এ ধরনের মনোজ্ঞ আয়োজনে অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য উৎসাহের উৎস হিসেবে কাজ করে। কারণ এতে তারা তাদের সন্তানদের প্রতিভা ও অঙ্গীকার দেখতে পায়। ফলে শিক্ষকদের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়।’