তিস্তার পানিবন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তিস্তা নদী রক্ষায় রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি স্থানে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এর আগে, আজ সকাল ৮টা থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন তিস্তার পাড়ে।

সরেজমিনে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে দেখা যায়, কর্মসূচিকে ঘিরে বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশের ও অন্যটি সাংস্কৃতিক পরিবেশনার জন্য মঞ্চ। রাত্রিযাপনের জন্য অসংখ্য তাবু স্থাপন করা রয়েছে। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য রাতে হাজারো মশাল জ্বালানো হবে সমাবেশ স্থলে।

আরো পড়ুন:

৯ দাবিতে নওগাঁয় এসপি অফিসের সামনে শিক্ষার্থীদের অবস্থান

১৪৪ ধারা জারি করায় অন্যস্থানে বিএনপির সমাবেশ

আয়োজকরা জানান, ২০০৪ সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় উত্তরাঞ্চল মরুকরণের মুখে পড়েছে। অপরদিকে, ২৪০ বছরের পুরনো তিস্তা শাসন না করায় নদীর পেট ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে ধূ-ধূ প্রান্তর আর বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙনে ক্ষতির মুখে পড়ছেন তিস্তাপাড়ের মানুষ।

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তা ব্যারাজ পয়েন্টে এরইমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে কয়েক লাখ মানুষ তিস্তাপাড়ে সমবেত হবে।”

তিনি আরো বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় সম্মিলিতভাবে করতে হবে।” 

ঢাকা/সিথুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

বিশেষ দিনে নায়ক সোহেল রানার বিশেষদ খবর এলো

“অতীত নিয়ে স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।”— এভাবেই কথাগুলো বলেন চিত্রনায়ক সোহেল রানা।

১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সোহেল রানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ৭৮ পূর্ণ করে ৭৯ বছরে পা দেবেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ‘ড্যাশিং হিরো’খ্যাত এই অভিনেতা। বিশেষ দিনে প্রকাশিত হবে পডকাস্টের টিজার।

আজ রাত ৮টায় আইস অন পেজ ও আইস অন ইউটিউব চ্যানেলে ‘আমি সোহেল রানা’ শিরোনামে পডকাস্টটির টিজার উন্মুক্ত করা হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্টটির।

গত বছর পরিচালক-অভিনেতা সোহেল রানার ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উদযাপন করেন। তার অভিনীত ও নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায়। তবে ‘ওরা ১১ জন’ সিনেমা দিয়ে ১৯৭২ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ