৪৫ বছর পর ইউনাইটেডের হ্যাটট্রিক হার
Published: 17th, February 2025 GMT
রুবেন আমোরিম যেন হাড়ে-হাড়ে টের পাচ্ছেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে কোচিং করানো কতটা কঠিন। ওল্ড ট্রাফোর্ডকে ‘স্বপ্নের গালিচা’ বলা হলেও পর্তুগিজ কোচের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে দিন দিন। রেড ডেভিলদের সামলাতে রীতিমত হিমশীম খাচ্ছেন স্পোর্টিং সিপিতে দারুণ সফল এই ট্যাকটেশিয়ান। এসবের সঙ্গে ছিল ম্যানুয়েল উগার্তে, কোবি মাইনো, এবং লিসান্দ্রো মার্টিনেজের মত একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকা। এবার সেই তালিকায় যোগ দিলেন আমাদ দিয়ালো।
রোববার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে চোটগ্রস্ত দল নিয়ে আরও একবার হোঁচট খেলেন আমোরিম। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছে ১-০ গোলে।
এই মৌসুমে টটেনহ্যামও চোটের কারণে দারুণ ভুগছে। এখনও তাদের মূল একাদশের গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার চোটের কারণে বাইরে। ম্যাচ জয়ের পর স্পার্স ম্যানেজার অ্যাঞ্জ পোস্তেকোগলু তাই আমোরিমকে উদ্দেশ্য করে বলেন, “আমার দুনিয়ায় স্বাগতম।”
আরো পড়ুন:
তোমার হলো শুরু, আমার হলো সারা
পুচকে ব্রাইটনের বিপক্ষে উড়ে গেল বিলিয়ন ডলারের চেলসি
টটেনহাম স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটির সৌজন্যেই এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম। সুদীর্ঘ ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি।
অন্যদিকে এর আগে সবশেষ ১৯৭৩-৭৪ মৌসুমে শীর্ষ লিগে প্রথম ২৫ ম্যাচের ১৩টি হেরেছিল ইউনাইটেড; সেবার অবনমিত হয়েছিল দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিল রেড ডেভিলরা। ৫১ বছর পর এই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হেরেছে তারা। চোখ রাঙ্গাচ্ছে অবনমন।
ম্যাচটি শুরুর আগে ইউনাইটেড ছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে। অন্যদিকে স্পার্সের অবস্থান ছিল ১৫ নম্বরে। মৌসুমের নবম জয়ে ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে গেছে ১২ নম্বরে। সমান সংখ্যক ম্যাচ শেষে ১২তম হারের দেখা পাওয়া রেড ডেভিলরা ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পার্স ম্যানেজারকে জিজ্ঞেস করা হয় চোটগ্রস্থ স্কোয়াড নিয়ে যুদ্ধ করা আমোরিমের প্রতি সহানুভূতি অনুভব করেন কিনা? জবাবে পোস্তেকোগলুকে বলেন, “যদি আমি আমার অফিস খুঁজি, তবে দেখব আমি অন্যান্য ম্যানেজারদের কাছ থেকে কোনো সহানুভূতির কার্ড পাইনি। তাই আমি বলতে পারি যে অনুভব করিনি।”
তবে এরপরই পেশাদারিত্বের খোলস থেকে বের হয়ে আসেন এই গ্রীক ম্যানেজার, “কিন্তু অবশ্যই সহমর্মিতা ছিল। আমি দেখতে পাচ্ছি আজ রুবেন একটি দল তৈরি করেছে যেখানে খেলোয়াড়দের নিজস্ব পজিশনের বাইরে খেলিয়েছে। আমার দুনিয়ায় স্বাগতম। কিন্তু এটা এক ম্যাচের জন্য। এখন দুই মাসের জন্য সেটা করুক। যে কোনো ক্লাব, দুই মাস ধরে সেটা করে দেখাক।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় ‘নৃত্যসুধা’
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যসুধা’। নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র জানিয়েছে, অনুষ্ঠানে দেশি-বিদেশি নানা রকম নৃত্য পরিবেশন করবেন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।
অনুষ্ঠান পরিকল্পনায় রয়েছেন নৃত্যশিল্পী তামান্না রহমান। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন বেলায়েত হোসেন খান ও তাঁর দল, মুনমুন আহমেদ ও তাঁর দল, কবিরুল ইসলাম রতন ও তাঁর দল, প্রমা অবন্তী ও তাঁর দল, তামান্না রহমান ও তাঁর দল এবং ইয়্যাং হুই ও তাঁর দল।
‘নৃত্যসুধা’র ৫ম পর্বের এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যের নানা ধারা—মনিপুরী, ওড়িশী, ভরতনাট্যম ও কথক নৃত্যের পরিবেশনা রয়েছে। পাশাপাশি বিদেশি যন্ত্রসংগীতে দেশীয় নৃত্যের বিশেষ কম্পোজিশন পরিবেশন করবেন শিল্পীরা।
দর্শকরা আরও দেখতে পারবেন কোরিয়ার পাখা নৃত্য, জার্মানির লোকনৃত্য, জাপানিজ নৃত্য, হাওয়াইয়ের হুলা নৃত্য ও নেপালের ঐতিহ্যবাহী নৃত্য।
অনুষ্ঠানে থাকবে ইয়্যাং হুই–এর পরিচালনায় চীনা ঐতিহ্যবাহী ও সমকালীন নৃত্য পরিবেশনা। মহিলা সমিতিতে অনুষ্ঠানের আগে টিকিট সংগ্রহ করা যাবে।