রাতে শুয়ে ছিলেন নিজ ঘরের বারান্দায়, সকালে মাঠে মিলল রক্তাক্ত লাশ
Published: 17th, February 2025 GMT
কুষ্টিয়া সদর উপজেলার একটি মাঠ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি জোতপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ও কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে আতিয়ারের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন। পরে তাঁরা পুলিশকে খবর পাঠান।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১৫/১৬ দিন আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে আতিয়ারের জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। তাঁর লোকজন আতিয়ারের পরিবারের সদস্যদের মারধর করেছিল। আহত হয়ে তাঁরা কয়েক দিন হাসপাতালেও ভর্তি ছিলেন। ওই ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা করে আতিয়ারের পরিবার। ওই ঘটনার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আলীম বলেন, আতিয়ারের মাথায় কোপানোর চিহ্ন দেখা গেছে। এ ছাড়া হাত ও পায়ে আঘাত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রোববার বিকেলেও সন্ধ্যায় স্থানীয় বাজারেও স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন আতিয়ার। রাতে খাবার খেয়ে বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। কখন বাইরে গেছেন—তা পরিবারের সদস্যরা জানতে পারেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি ইভান তাহসীব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সাধারণ সম্পাদক শামসুল আলম আইন বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহসভাপতি হয়েছেন খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুলবিষয়ক সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আহাম্মদ নাঈম। কার্যকরী সদস্য ফারিহা তাসনিম, মিশকাতুল জামান, তাজুল ইসলাম, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ ও রিয়াদ সরকার।
কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।