পাকিস্তান শাহীনসের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published: 17th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহীনসের বিপক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশ দুই দল ঘোষণা করলেও স্কোয়াডের সবাই ব্যাটিং-বোলিং করতে পারবেন। পাকিস্তান শুরুর একাদশে মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমকে রেখেছে। যারা কিছুদিন আগে বিপিএল খেলে গিয়েছেন। স্কোয়াডে আছেন হায়দার আলীও।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
আরো পড়ুন:
মুজিব যেভাবে আইপিএলে
‘সমস্যা খুঁজে’ বের করে কাজ শুরু লিটনের
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।
গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।
২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।
অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।
সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।