মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানের ছয়টি কবর থেকে ফের খুলি চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খুলি চুরি করে। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে পাঁটটি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটে।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘‘সোমবার সকালে ছয়টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে।’’

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাচীর না থাকায় চোর চক্র সহজেই কবরস্থানে ঢুকতে ও বের হতে পারে।’’

তিনি আরো বলেন, ‘‘যারা জাদু বিদ্যায় জড়িত, খুলিগুলো তারাই চুরি করছে বলে ধারণা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে দুই বার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিগগিরই চোর চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/রতন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কবরস থ ন

এছাড়াও পড়ুন:

অসহায়দের মাঝে মানবিক ডিসি জাহিদুল ইসলামের ইফতার বিতরণ 

মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত মানবিক জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার ( ২৭শে মার্চ ) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে শত শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ শেষে মানবিক ডিসি গণমাধ্যমে জানান, আমাদের এই সামান্য ইফতার উপহারে সহায়তায় অনেক অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের ভাগ্যের উত্থান হবে না। কিন্তু অন্তত একবেলা পবিত্র ইফতারে কিছুটা ভালো খাবার খেতে পারবে।

অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও এই অসহায় মানুষগুলো ভালো ইফতার খেতে পারে না। তাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ হতে অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের মাঝে সামান্য এই ইফতার উপহার।

সম্পর্কিত নিবন্ধ

  • অসহায়দের মাঝে মানবিক ডিসি জাহিদুল ইসলামের ইফতার বিতরণ