দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও কোচ জেপি ডুমিনি ঘোষণা দিয়েছেন, দীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে তিনি ও তার স্ত্রী সু আলাদা হচ্ছেন। বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল, যা এবার সত্যি হলো।

সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন ডুমিনি। তিনি লেখেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি ও সু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে এবং আমরা দুজনেই আমাদের দুই মেয়েকে পেয়ে কৃতজ্ঞ। আমরা চাই, এই পরিবর্তনের সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানানো হোক। যদিও আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে, আমরা বন্ধুত্ব বজায় রাখছি এবং আমাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে।’

২০২৪ সালের শেষের দিক থেকেই ডুমিনি ও সু-এর দাম্পত্য কলহের গুঞ্জন শোনা যাচ্ছিল। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি কমতে থাকে। ২০২৪ সালের এপ্রিল মাসে ডুমিনির ৪০তম জন্মদিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় দুজনকে হাসিখুশি দেখা গেলেও এরপর থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে ছবি দেননি। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সম্পর্কের অবনতি হয়েছে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন ডুমিনি নিজেই।

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত জেপি ডুমিনি তার ক্যারিয়ারে ৯০০০-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং ও কার্যকরী স্পিন বোলিংয়ের জন্যও তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

আইপিএলে ডুমিনি খেলেছেন ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৮৩টি আইপিএল ম্যাচ খেলে ২০২৯ রান সংগ্রহ করেছেন তিনি, যেখানে তার গড় ছিল ৩৯.

৭৮ এবং স্ট্রাইক রেট ছিল ১২৪.০২। বোলিংয়েও রেখেছেন অবদান, নিয়েছেন ২৩টি উইকেট।

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

লরিয়াসে বর্ষসেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল

বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত ও দলীয় সাফল্যের স্বীকৃতি দিতে আয়োজিত হয় মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। সেখানে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন লামিন ইয়ামাল। স্প্যানিশ তরুণ তুর্কি জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অন্যদিকে বর্ষসেরা ক্লাবের সম্মাননা পেয়েছে ইয়ামালের বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল পুরস্কার জিতেছেন অ্যাথলেটিকসের জুলিয়েন আলফ্রেড ও লেসলি টেবোগো, সাঁতারু সামার ম্যাকিনটশ এবং বাস্কেটবল তারকা ভিক্টর ওয়েম্বানিয়ামাকে পিছনে ফেলে। তবে পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ইয়ামাল। লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে বার্সেলোনার হয়ে মায়োর্কার বিপক্ষে ম্যাচ থাকায় অনুশীলনেই ব্যস্ত ছিলেন তিনি।

২০২৪ সালটা যেন ইয়ামালের জন্য স্বপ্নের মতো কেটেছে। ক্লাব বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ১৪ গোল ও ২১ অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নিজের জায়গা পাকা করেছেন স্পেন স্কোয়াডেও। পাঁচ ম্যাচ খেলে একটি গোল ও একটি অ্যাসিস্টে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

বার্সা একাডেমির উঠতি তারকা ইয়ামাল গত বছরও জিতেছিলেন দুটি বড় স্বীকৃতি, কোপা ট্রফি ও গোল্ডেন বয় পুরস্কার, যা অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের জন্য বরাদ্দ। সবচেয়ে কম বয়সে এই দুটি পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।

অন্যদিকে, বর্ষসেরা দলের পুরস্কার উঠেছে রিয়াল মাদ্রিদের হাতে। ২০২৪ সালে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে লস ব্লাঙ্কোরা। স্প্যানিশ লা লিগায় রেকর্ড ৩৬তম এবং চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জিতে উল্লাসে মাতে কার্লো আনচেলত্তির দল। এছাড়াও তারা জিতেছে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।

অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুইডিশ পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস (বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ), মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ)। ‘স্পোর্টিং আইকন’ হিসেবে সম্মাননা পেয়েছেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মার্কিন সার্ফার কেলি স্ল্যাটার।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘কাউকে চড় মারলে অসুবিধা নেই, চুমু খেলেই যত দোষ’
  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • বাটা সুর ৪৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • প্রকৃত বন্ধু কে?
  • রাষ্ট্র পাপ করলে রক্ত দিয়ে পরিস্কার করতে হয়: ব্যারিস্টার ফুয়াদ
  • লরিয়াসে বর্ষসেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল
  • লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ‘জামিল এসে বলল, আপা চলেন প্রেম করি’
  • লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • এক তপশিলে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন