৭৮তম বাফটা অ্যাওয়ার্ড : জার্মানির ‘কনক্লেভ’ ও যুক্তরাষ্ট্রের ‘দ্য ব্রুটালিস্ট’ এর জয়জয়কার
Published: 17th, February 2025 GMT
অস্কারে কারা জিতবেন সেই ইঙ্গিত পাওয়া যায় ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) বিজয়ীদের দিকে তাকালে! গত বছর দুটি আয়োজনেই সামনের সারির ছয়টি বিভাগের বিজয়ী তালিকা ছিল একই। এগুলো হলো সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রী। এবারও এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি।
এবারে বাফটার ৭৮তম আসরে চারটি করে পুরস্কার জিতলো যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ ও জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। গত রোববার লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডেভিড টেন্যান্ট।
সেরা চলচ্চিত্রের পাশাপাশি অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘কনক্লেভ’। এছাড়া রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা সম্পাদনা বিভাগের পুরস্কার জিতেছে ছবিটি। এর গল্পে দেখা যায়, নতুন পোপ নির্বাচনের জন্য রোমে জড়ো হয় একদল পরচর্চাকারী ও চক্রান্তকারী। গত বছরের ২৯ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পায় পিটার স্ট্রহেনের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘কনক্লেভ’। ২০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ৭৬ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যবসা করে। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব পুরস্কারে এ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন পিটার স্ট্রহেন। এবার বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়ে ছবিটি পুরস্কার পেয়েছে ৪টি শাখায়।
অন্যদিকে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরির এক ইহুদি স্থপতিকে কেন্দ্র করে, নাৎসিদের গণহত্যা থেকে বেঁচে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় লোকটি। নিজের স্বপ্নপূরণের জন্য আমেরিকায় এক ক্ষমতাধর ব্যবসায়ীর অধীনে যুক্ত হয় সে। স্থপতির ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ছবিটির সুবাদে সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি কোর্বে। সেরা মৌলিক আবহ সংগীত ও সেরা চিত্রগ্রহণ বিভাগের পুরস্কার জিতেছে ‘দ্য ব্রুটালিস্ট’। ব্র্যাডি করবেটের ব্যাপক প্রশংসিত ছবিটি গোল্ডেন গ্লোবে জিতেছিল তিন গুরুত্বপূর্ণ পুরস্কার।
বাফটার এবারের আসরে আমেরিকান তারকা ডেমি মুরকে হারিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় নিউইয়র্কের একটি ক্লাবের স্ট্রিপার চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি। মেয়েটি এক রুশ ধনকুবেরে ছেলের সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়ে। সেরা অভিনেত্রীর সম্মাননা হাতে তিনি বলেন, ‘এই পুরস্কার সমস্ত যৌনকর্মীদের উদ্দেশ্যে। প্রত্যেক যৌনকর্মীদের সম্মান এবং ভালোবাসা দেখানো উচিত। ওরাও একজন মানুষ। তিনি আরও বলেছেন, আমি আমার মাকে ধন্যবাদ জানাই যিনি আমার প্রিয় স্ক্রিন পার্টনার। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি। তোমার অসাধারণ পারফর্মেন্স আমাকে বারবার মুগ্ধ করেছে। আমি যা শিখেছি শুধুমাত্র তোমার থেকেই শিখেছি।’
এবারের আসরে দুটি করে পুরস্কার জিতেছে ‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘ডুন: পার্ট টু’, ‘অ্যা রিয়েল পেইন’ ও অ্যানিমেটেড ছবি ‘ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’।
এক নজরে
বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
কনক্লেভ
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়ের্যান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট)
সেরা মৌলিক চিত্রনাট্য
আ রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স; জ্যাক অঁডিয়ার, পাসক্যাল কোঁশোতু)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
সেরা মৌলিক আবহ সংগীত
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)
সেরা চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট (লও ক্রোলি)
সেরা পোশাক পরিকল্পনা
উইকেড (পল টেজওয়েল)
সেরা সম্পাদনা
কনক্লেভ (নিক এমারসন)
সেরা শিল্প নির্দেশনা
উইকেড (ন্যাথান ক্রাউলি, লি সানডেইলিস)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
দ্য সাবস্ট্যান্স (পিয়ের-অলিভিয়ের পেরসাঁ, স্টেফানি গিয়োঁ, ফ্রেদেরিক আর্গুয়েলো, ম্যারিলিন স্কারসেলি)
সেরা শব্দ
ডুন: পার্ট টু (রন বার্টলেট, ডাগ হেম্ফিল, গারেথ জন, রিচার্ড কিং)
সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন: পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, গেয়ার্ড নেফজা, রিস স্যালকম্ব)
অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র
কনক্লেভ
অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক
নিক্যাপ (পরিচালক: রিচ পেপিয়াট)
ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
ডেভিড জনসন
সেরা কাস্টিং
আনোরা (শন বেকার, সামান্থা কোয়ান)
সেরা প্রামাণ্যচিত্র
সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র
ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
রক পেপার সিজারস
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ওয়ান্ডার টু ওয়ান্ডার
.
উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র চলচ চ ত র কনক ল ভ র জন য পর চ ল
এছাড়াও পড়ুন:
সারা রাত রাজধানী ঢাকায় যা ঘটলো
ঢাকায় গতকাল রাত অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির শংকরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া সেখানে আতঙ্ক তৈরি হয়। পরে বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে অস্ত্রধারীরা।
গোড়ানে একজনকে কুপিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাত ১টার দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব ঘটনা নিয়ে রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ধানমন্ডিতে যা ঘটে
রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে, মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় পাঁচ-দশ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ধানমন্ডি এলাকায় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন তরুণ আসে। তবে তাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। এছাড়া ধানমন্ডি এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১৫-২০ জন তরুণ ধানমন্ডির শংকর এলাকা দিয়ে যাওয়ার সময় হাজী ইউসুফ হাইস্কুলের পাশের গলির মুখে চা খাওয়ার জন্য দাঁড়ান। এ সময় নিজেদের মধ্যে কথা বলছিলেন। এটা দেখে পাশের কোন ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনকে বলেন এখানে ডাকাত এসেছে। তারপরে সে নিজের মতো করে মসজিদের মাইকে ঘোষণা দেয়। এরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে। সেখানে দেখতে পায় এসব তরুণদের হাতে কোন ধরনের অস্ত্র নেই। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে যান।
বনশ্রীতে যা ঘটে