পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা পাওয়া যাবে ১৯ মার্চ থেকে। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট আসছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, নতুন নোট বিনিময় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। আগামী ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিন ও বন্ধের দিন নতুন নোট পাওয়া যাবে না।

এবার ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৯ দিনের ছুটিতে বাসা ছাড়ার আগে এই ৬টি কাজ করে যান

১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন

বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

২. গ্যাস ও পানির লাইনগ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করুন

সম্পর্কিত নিবন্ধ