শেষ ধাপে প্রবেশ করেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগের লড়াই। এখন প্রতিটি ম্যাচ শিরোপা নির্ধারণের জন্য মহাগুরুত্বপূর্ণ। সামান্য একটি ভুলে এলোমেলো হয়ে যেতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। সব লিগে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মাত্রা একই রকম নয়। তবে এবার শীর্ষ চার লিগের তিনটিতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোথাও লড়াইটা দুই দলের মধ্যে সীমিত থাকলেও, কোথাও আবার সেটা ত্রিমুখী।

প্রিমিয়ার লিগে যেমন লড়াইটা এখন লিভারপুল ও আর্সেনালের মধ্যে। কিন্তু সিরি ‘আ’ এবং লা লিগায় লড়াইয়ে আছে তিনটি করে দল। ইতালিয়ান শীর্ষ লিগে নাপোলি ও ইন্টার মিলানের সঙ্গে আছে আতালান্তা। আর লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদের মধ্যে দেখা যাচ্ছে রোমাঞ্চকর লড়াই। বুন্দেসলিগায় কেবল কিছুটা নির্ভার আছে বায়ার্ন মিউনিখ।

ইংল্যান্ডে শেষের লড়াইটা লিভারপুল-আর্সেনালেরই

ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা যে লিভারপুল ও আর্সেনালের মধ্যে সীমিত থাকছে সেটা একপ্রকার নিশ্চিতই। ২৫ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৬০। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩। এই সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে লিভারপুল শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র না করলে আর্সেনালের সঙ্গে ব্যবধানটা এখন ৯ এ রাখতে পারত। সেটি না পারলেও এই পর্যায়ে ৭ পয়েন্টের ব্যবধান কম নয়। তবে একটি ভুলে এলোমেলো হয়ে যেতে পারে লিভারপুলের।

আরও পড়ুনকষ্টের জয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল১৬ ঘণ্টা আগে

সর্বশেষ গতকাল রাতে উলভসের বিপক্ষে বেশ কষ্ট করেই ২-১ গোলে জিতেছে তারা। এই অবস্থায় বাকি ম্যাচগুলোয় বেশ সতর্কতার সঙ্গেই মাঠে নামতে হবে তাদের। অন্য দিকে লেস্টার সিটির বিপক্ষে পয়েন্ট হারানোর পথে থাকলেও শেষ দিকে জোড়া গোল করে ম্যাচ বের করেছে আর্সেনাল। ফলে লিভারপুলের সঙ্গে সমীকরণের হিসাবটা হাতের নাগালেই রেখেছে তারা। এই লিগে তিন, চার এবং পাঁচে থাকা নটিংহাম ফরেস্ট (৪৭), ম্যানচেস্টার সিটি (৪৭) এবং বোর্নমাউথের (৪৩) লড়াইটা এখন সেরা চারে থাকার।

শীর্ষে ওঠার সুযোগ বার্সার

লা লিগার পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত বার্সেলোনার অবস্থান ৩ নম্বরে। কিন্তু আজ রাতেই শীর্ষে উঠে আসার সুযোগ আছে। সে জন্য রায়ো ভায়েকানোর বিপক্ষে কোনোভাবে জিতলেই চলবে। আজ নিজেদের মাঠে জিতলে বার্সার পয়েন্ট হবে রিয়ালের সমান ২৪ ম্যাচে ৫১। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থাকবে তারাই। বার্সেলোনার সামনে সুযোগ আসার কারণ রিয়াল ও আতলেতিকোর পয়েন্ট হারানো।

আরও পড়ুনবেলিংহামের লাল কার্ডের পর পয়েন্ট হারিয়ে বিপদে রিয়াল১৫ ফেব্রুয়ারি ২০২৫

এ সপ্তাহে নিজেদের ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। এরপর আতলেতিকোর সামনে সুযোগ ছিল নিজেদের ম্যাচ জিতে শীর্ষে ওঠার। কিন্তু আতলেতিকোও ১-১ গোলে ড্র করে সেল্তা ভিগোর সঙ্গে। ফলে রিয়াল ও আতলেতিকোর পয়েন্টের পার্থক্য আগের মতোই থেকে যায়। আতলেতিকোর পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। এখন বার্সেলোনা যদি আজ জিততে পারে তবে রিয়াল-আতলেতিকোর পয়েন্ট হারানোর সুযোগটা নিতে পারবে তারা।

ইতালিতে ত্রিমুখী লড়াইয়ের উত্তাপ

সিরি ‘আ’র লড়াইয়ে প্রতি সপ্তাহে নানারকম উত্থান-পতনের দেখা মিলছে। তবে শেষ পর্যন্ত লড়াইটা এখনো তিনটি দলের মধ্যেই। নাপোলি ও ইন্টার মিলানের সঙ্গে যে লড়াইয়ে আছে আতালান্তা। সপ্তাহের শুরুতে শীর্ষে থাকা নাপোলির সুযোগ ছিল ইন্টার থেকে ৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু লাৎসিওর সঙ্গে ২-২ গোলে ড্র করে সে সুযোগ হাতছাড়া করেছে তারা।

আরও পড়ুনম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প ৩০ অক্টোবর ২০২৪

অন্য দিকে ইন্টার মিলানের সামনেও সুযোগ ছিল নাপোলিকে টপকে যাওয়ার। কিন্তু শেষ তিন ম্যাচের দুটিতে হেরে সে সুযোগ নষ্ট করেছে তারাও। সর্বশেষ গতকাল রাতে জুভেন্টাসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। শীর্ষ দুইয়ের মতো হোঁচট খেয়েছে তৃতীয় দলটিও। কালিয়ারির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আতালান্তা। এখন ২৫ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ৫৪ এবং তিনে থাকা আতালান্তার পয়েন্ট ২৫ ম্যাচে ৫১।

বায়ার্নকে রুখে দিয়েও ৮ পয়েন্ট পেছনে লেভারকুসেন

এ সপ্তাহে বুন্দেসলিগায় সবার চোখ ছিল বায়ার্ন এবং লেভারকুসেন ম্যাচের দিকে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটিতে জিততে পারেনি কোনো দলই। তবে বরাবরের মতো এবারও জাবি আলোনসোর দলের সামনে খাবি খেয়েছে বায়ার্ন। ম্যাচে একটি শটও লক্ষ্যে নিতে পারেনি তারা।

তবে লেভারকুসেনের সামনে বায়ার্নের এমন হতশ্রী দশা কিন্তু পয়েন্ট তালিকার চিত্রকে বোঝাতে পারছে না। পয়েন্ট তালিকায় বর্তমানে ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বায়ার্ন। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫ আর লেভারকুসেনের পয়েন্ট সমান ম্যাচে ৪৭। সামনের ম্যাচগুলোয় এই ব্যবধান ঘুচিয়ে আনাটা লেভারকুসেনের জন্য অনেক কঠিনই হওয়ার কথা।  

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল র ব যবধ ন ড র কর ইন ট র র স মন

এছাড়াও পড়ুন:

টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

হাইভোল্টেজ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। চোটজর্জর বিশ্বচ্যাম্পিয়নদেরও কঠিন প্রতিপক্ষ মনে করছে ইংলিশরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। অর্থাৎ আগে ব্যাটিং করছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথিউ শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ