হাসপাতালে ভর্তি শাকিরা, কনসার্ট বাতিল
Published: 17th, February 2025 GMT
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা। এতে পেরুর লিমায় অনুষ্ঠিতব্য তার পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।
রোলিং স্টোনের খবরে বলা হয়েছে, শনিবার রাতে হঠাৎ পেটের ব্যথা শুরু হয় শাকিরার। তীব্রতা বাড়লে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থতার সংবাদ জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন পপ তারকা। পোস্টে তিনি লেখেন, গত রাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে পর্যবেক্ষণে আছি এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত মঞ্চে পারফর্ম করা বারণ।
পেরুর ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে শাকিরা বলেন, শো স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। আমাদের টিম ও কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন। শিগগিরই তা ঘোষণা করা হবে।
ভক্তদের উদ্দেশে ৪৮ বছরের এই গায়িকা বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’ শাকিরার দ্রুত সুস্থতা কামনা করে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কায় ফাহাদ-জাওয়াদে বড় জয় যুবাদের
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ওপেনার জাওয়াদ আরবার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ফিফটি করেছেন যুবা দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে আল ফাহাদ লঙ্কান যুবাদের ধসিয়ে দেয়। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার যুবারা। ওপেনিং জুটিতে ৪.৪ ওভার ৩০ রান যোগ করে ভালো শুরুর আভাস দেয় তারা। পরেই ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকে পাঁচে নামা চামিকা হেনাতিগালার ৫১ ও ছয়ে নামা দিনুমা ডামসিটের ৪৭ রানে ভর করে ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয় লঙ্কান যুবা দলটি।
জবাবে বাংলাদেশ ৩৪.৩ ওভারে জয় তুলে নেয়। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি ৩৫ রান যোগ করেন। এর মধ্যে কালাম ৫ রান করে আউট হয়ে যান। বাকি পথটা জাওয়াদ ও আজিজুল নির্বিঘ্নে পাড়ি দেন। ডানহাতি ব্যাটার জাওয়াদ ১০৬ বলে ১৩০ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। ১৪টি চার ও ছয়টি ছক্কা তোলেন তিনি। আজিজুল ৮৯ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে।
ডানহাতি পেসার আল ফাহাদ ৯.৫ ওভারে ৪৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। ইকবাল হোসেন ইমন নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সামিউন ও আজিজুর।