চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি বাগান থেকে মাসুদ হাসান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের বদনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

মাসুদ হাসান বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বিকেল পরিবারের সদস্যরা তাঁর খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বদনপুর গ্রামের একটি বাগানে মাসুদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের কাছে খবর পাঠানো হয়। মাসুদের বাবা আজিজুর রহমান মরদেহটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সুপার খোন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) কনক কুমার দাস, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কনক কুমার দাস গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে জানান, নিহত যুবকের মাথায় একটি আঘাত দেখা গেছে। শরীরের আর কোথাও কোনো আঘাত আছে কি না এবং মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, এই ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সফল অভিযান চালিয়ে জিম্মিদের (অপহৃতদের) মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে।

অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি

সম্পর্কিত নিবন্ধ