শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এতে নগরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রীরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকায় রপ্তানিমুখী ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় প্রায় ৩ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন–ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। একপর্যায়ে কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে চাকরিচ্যুত ২৭ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এর পর থেকে কারখানার শ্রমিকেরা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। গতকাল রোববার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনে লে-অফ ঘোষণা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। বহিরাগত লোকজন কারখানা ভাঙচুর করেছেন। শ্রমিকদের হয়রানি করতে ২৭ শ্রমিককে চাকরিচ্যুত ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দিতে হবে।

অভিযোগের বিষয়ে কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করা হয়েছে। ওই ঘটনায় কারখানার মালিকপক্ষ ২৭ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে এবং শ্রম আইন অনুযায়ী কারখানা লে-অফ ঘোষণা করে। আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের পক্ষে ফতুল্লা থানা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
সোমবার ( ২৪ মার্চ) দুপুরে ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো. হানিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য সচিব আশিকুর রহমান অনি, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রোসন আলী, যুগ্ম সম্পাদক মো. মাহিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ খোকন, এসিআই সিবিএ'র সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান জুয়েল, ৮নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক রায়হাদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা বাবু।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি
  • মোহাম্মদ আলীর দু:খ প্রকাশ
  • নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ 
  • নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথ শিশুদের নিয়ে ইফতার
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
  • না’গঞ্জে এশিয়ান টিভির ইফতার ও দোয়া মাহফিল 
  • জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন 
  • রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
  • তারেক রহমানের পক্ষে ফতুল্লা থানা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ