শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এতে নগরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রীরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকায় রপ্তানিমুখী ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় প্রায় ৩ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন–ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। একপর্যায়ে কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে চাকরিচ্যুত ২৭ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এর পর থেকে কারখানার শ্রমিকেরা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। গতকাল রোববার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনে লে-অফ ঘোষণা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। বহিরাগত লোকজন কারখানা ভাঙচুর করেছেন। শ্রমিকদের হয়রানি করতে ২৭ শ্রমিককে চাকরিচ্যুত ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দিতে হবে।

অভিযোগের বিষয়ে কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করা হয়েছে। ওই ঘটনায় কারখানার মালিকপক্ষ ২৭ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে এবং শ্রম আইন অনুযায়ী কারখানা লে-অফ ঘোষণা করে। আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন  

আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ তার কর্মী সমর্থকরা।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিপুল নেতাকর্মী নিয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ কালে ওই সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাশেদ আহাম্মেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ মেম্বার, সাধারন সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ আলম, ফারুক,আনোয়ার, সিপন, মামুন, সাহাদাত, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, বিএনপি নেতা আলম, মহিবুল ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, অহিদ, জব্বার পাঠান, শাহীন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা রনী, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস রাজিব, খোকন, শ্যামল, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিনসহ মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
  • সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড
  • সোনারগাঁয়ে চিত্র নায়িকা দিতির মেয়ে সন্ত্রাসী হামলার শিকার
  • ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের
  • নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকারের অভিযোগ দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 
  • বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ
  • বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন