Risingbd:
2025-04-15@11:01:01 GMT

দেড় বছর পর নেইমারের গোল 

Published: 17th, February 2025 GMT

দেড় বছর পর নেইমারের গোল 

একটা সময় ছিল যখন নেইমার কোন ম্যাচে গোল না পেলে সেটা হতো সংবাদ। সময়ের পরিক্রমায় এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড গোল পেলেই বিশাল সংবাদ হচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সাও পাওলোর অ্যাগুয়া সান্তা  দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিনের গোল ক্ষরা কাটালেন তিনি।

এই গোলের আগে নেইমার এই ২০২৩ সালের ৩ অক্টোবর সবশেষ জালের ঠিকানা পেয়েছিলেন। এরমাঝে তিনি ফিটনেস জনিত কারণে মাঠের বাইরে ছিলেন। মূলত ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর থেকেই অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে ফিটনেস নিয়ে দারুণ ঝামেলা পোহাতে হচ্ছে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই স্কোরারকে।

অ্যাগুয়া সান্তার বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এরপর ২৬ মিনিটে থাচিয়ানো সান্তোসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগে অ্যাগুয়া সান্তার নেতিনহো গোল করে স্কোর লাইন ২-১ করেন। ম্যাচের ৭০ মিনিটে নেইমারের পাস থেকে গুইলহারমে গোল করে ব্যবধান ৩-১ করেন।

আরো পড়ুন:

ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ 

টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর

এছাড়াও পড়ুন:

তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী

দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।

নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।

আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।

২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

সম্পর্কিত নিবন্ধ