যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় ৯ জনের মৃত্যু
Published: 17th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড় ও বন্যায় অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের ফলে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট।
স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। খবর বিবিসির।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, আমার রাজ্যে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের পাঠানো ভারী বোমার চালান পৌঁছাল ইসরায়েলে
বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র
অ্যান্ডি বেশিয়ার বলেন, সবাই রাস্তাঘাট থেকে দূরে থাকুন। এখন উদ্ধার অভিযান পরিচালনার সময়।
জর্জিয়ায় একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত সতর্কতা জারি করে। গত সেপ্টেম্বরে হারিকেন হেলের কারণে প্রায় সব রাজ্যই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল।
পাওয়ার আউটেজের তথ্যানুসারে, আটটি রাজ্যের মধ্যে, রবিবার রাতে পাঁচ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যানুসারে, কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ব্যাপক বন্যার সমস্যা দেখা দিয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং সড়ক ডুবে যাওয়ায় যানবাহন আটকা পড়েছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স-পোস্টে লিখেছেন, ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে।
গভর্নর হোয়াইট হাউজে জরুরি দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ফেডারেল তহবিলের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
আরো পড়ুন:
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত যুবকের নাম তানভীর গণি (২৩)।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।
ঢাকা/কাঞ্চন/রাজীব