সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান তৃতীয় দফায় ১১২ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে পৌঁছেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩ মিনিটে পাঞ্জাব প্রদেশের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত ১০ দিনের মধ্যে তৃতীয় দফার প্রত্যাবাসন এটি। এর আগে ১৫ ফেব্রুয়ারি ১১৯ জন এবং ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

সূত্র অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা ১১২ অভিবাসীর মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ২ জন উত্তর প্রদেশের, একজন হিমাচল প্রদেশের এবং একজন উত্তরাখণ্ডের বাসিন্দা।

তাদের মধ্যে অনেকের পরিবার বিমানবন্দরে তাদের গ্রহণ করতে এসেছে। আনুষ্ঠানিকতা শেষ করার পর তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। এই অভিবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে, সূত্র জানায়।

প্রথম ও দ্বিতীয় দফার প্রত্যাবাসনের সময় অভিবাসীদের  বিমান যাত্রার পুরো সময় শেকল ও হাতকড়া পড়িয়ে বন্দি রাখা হয়েছিল এবং ভারতে পৌঁছানোর পর তাদের মুক্ত করা হয়।

এ নিয়ে ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংসদের বাজেট অধিবেশনে তুমুল বিতর্ক হয়।

যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও এল সালভাদরের পর ভারত তৃতীয় বৃহত্তম অবৈধ অভিবাসী প্রেরণকারী দেশ।

পাঞ্জাবের বেশিরভাগ অভিবাসী জানিয়েছেন, তারা ভালো জীবনের আশায় যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্তে ধরা পড়ার পর তাদের স্বপ্ন ভেঙে যায় এবং হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

এনজে

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার তন্তর এলাকায় ঘটনাটি ঘটে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, আজ ভোরে তন্তর এলাকায়ে মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেসে ওঠেন চারজন। মাঝপথে মহাসিন মিয়ার গলায় ছুরি চালিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।

আরো পড়ুন:

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই

কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোরিকশা চালকসহ তিন অভিযুক্তকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একজনের মৃত্যু হয়। নিহত জহির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
  • ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ ২
  • সব হারানো শিশুদের রঙিন ঈদ
  • ভারী যন্ত্রের অভাবে মিয়ানমারে খালি হাতে উদ্ধার অভিযান
  • যেভাবে চাঁদ দেখা হয়, ঘোষণা করা হয় ঈদের তারিখ
  • গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত
  • একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি সবার : সারজিস
  • গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
  • শ্রীনগরে অটোরিকশা ‘ছিনতাই চক্রের’ তিন সদস্যকে স্থানীয়দের পিটুনি, একজনের মৃত্যু
  • মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১