রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাঁরা আত্মগোপনে চলে যান। গতকাল ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। এরপর তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকাস্থ ফারুকের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৫, তাং ০৩/০৯/২৪ইং।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুক সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তার ছোটভাই শীর্ষ সন্ত্রাসী আমিনুল ক্রসফায়ারে নিহত হয়। একসময় আমিনুল ও ফারুক সন্ত্রাসী হিসেবে ব্যাপক আলোচিত ছিল।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বাদী আকলিমা আক্তারের স্বামী সৈয়দ মোস্তফা কামাল রাজুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরদের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামি ফারুক সহ অন্যান্য আসামিরা চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের পিছন হইতে গুলি করিয়া হত্যা করে।

এই সংক্রান্তে থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার রুজু হয়।  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক মামলার এজাহারভুক্ত আসামী ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ