রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ আটক ২
Published: 17th, February 2025 GMT
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাঁরা আত্মগোপনে চলে যান। গতকাল ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। এরপর তাঁদের থানায় হস্তান্তর করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গিয়ে মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গদারবাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং করেন একজন চালক। এ ঘটনা নিয়ে মধু মিয়ার সঙ্গে পশ্চিম ভাড়াউড়া এলাকার কয়েকজন সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মিয়ার সঙ্গে টমটমচালক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনার মিয়ার হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘টমটম পার্কিং নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আজিজ/রাজীব