বান্দরবানে অপহৃত ২৬ শ্রমিক উদ্ধার হয়নি, যৌথ বাহিনীর অভিযান

ইফতেখার, ২০০৭৭

সেকশন; -বাংলাদেশ

ট্যাগ:

ছবি: বান্দরবানের লামা। ফাইল ছবি

একসার্পট:

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে অপহৃত রবারবাগানের ২৬ শ্রমিককে আজ সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল রোববার সকালে তাঁদের অপহরণ করা হয়েছিল। রবারবাগানের মালিকেরা জানিয়েছেন, অপহরণকারীরা আজ সকালেও মুক্তিপণ দাবি করেছেন। মুক্তিপণ না দিলে এসব শ্রমিককে হত্যা এবং রবারবাগান ধ্বংসের হুমকি দিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রবারবাগানের মালিকেরা জানান, অপহরণকারীরা প্রত্যেক শ্রমিকের মুক্তির জন্য ৫০ হাজার টাকা করে দাবি করেছেন। আজ সকাল পর্যন্ত মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন করা হয়েছে। শ্রমিকদের মুঠোফোন নম্বর থেকেই কল করেছেন অপহরণকারীরা।

লামা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকা। এলাকাটি লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা সীমানার গহিন জঙ্গলে। সেখানে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সহজে যোগাযোগ করা যায় না বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মংম্যাগ্য মারমা।

মুরুংঝিরি এলাকার একটি রবারবাগানের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কয়েক মাস আগে মুরুংঝিরির পার্শ্ববর্তী রবারবাগানে চাঁদা দাবি করেছিলেন সন্ত্রাসীরা। বাগানের মালিকেরা চাঁদা দাবির বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা সবাই পাহাড়ি। তাঁরা এলাকায় চাঁদাবাজি করেন।

লামার সরই ইউনিয়নের এক বাসিন্দা বলেন, একটি সশস্ত্র দল লামায় বেশ কিছুদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তারাই অপহরণের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা ক্যাজুপাড়া বাজার এলাকা থেকে এই চক্রের এক সদস্যকে রিভলবারসহ আটক করে পুলিশে হস্তান্তর করেন। আটক ওই ব্যক্তি গত ১৫ জানুয়ারি সাতজন এবং এর আগে আরও তিনজন তামাকখেতের শ্রমিক অপহরণের কথা স্বীকার করেছেন।

জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা সবাই পাহাড়ি। তাঁদের গ্রেপ্তার ও অপহৃত ২৬ জন শ্রমিককে উদ্ধার করতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মুহূর্তে অভিযান সফল হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দরব ন কর ছ ন অপহ ত

এছাড়াও পড়ুন:

বালু উত্তোলনের প্রতিবাদ করায় জেলেকে সাগরে নিক্ষেপ, আটক ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করায় রামদাশ (৩২) নামের এক জেলেকে সাগরে নিক্ষেপ করেছে বালু উত্তোলনকারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় অপর এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার সমুদ্র উপকূলে ঘটনাটি ঘটে। 

এদিকে, হাতিয়া থেকে অপহৃত জেলেকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। তবে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে দুই ভাই রামদাশ ও লিটন দাশ নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে যান। এসময় ড্রেজার থেকে রামদাশকে সাগরে ফেলে দেওয়া হয়। লিটন দাশকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

আরো পড়ুন:

জাতীয় সংগীত অবমাননা, নেতিবাচক ভিডিও প্রচার করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা আ.লীগ নেতা খোকনেশ্বর গ্রেপ্তার

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, “ঘটনাটি জানার পরপরই নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বিভিন্ন স্থানে বেতার বার্তা পাঠানো হয়। পরবর্তীতে হাতিয়া থানা হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ হওয়া লিটন দাশকে উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে নাবিল ফারহান নামের একটি বাল্কহেড। আটক করা হয়েছে ছয়জনকে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
  • নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫
  • বান্দরবানে ছাড়া পেলেন অপহৃত ২৫ শ্রমিক 
  • মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের ১৯ বাড়িতে অগ্নিসংযোগ ও ৭ নারী অপহরণের ভুয়া দাবি প্রচার: রিউমর স্ক্যানার
  • মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ২৬ শ্রমিক
  • মুক্তি মিলল অপহৃত ২৬ রবারবাগানের শ্রমিকের
  • বালু উত্তোলনের প্রতিবাদ করায় জেলেকে সাগরে নিক্ষেপ, আটক ৬
  • অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার এক