বাংলাদেশ সময় রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৮তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবারে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ (১২টি) ও ‘দ্য ব্রুটালিস্ট’ (১১টি)। প্রত্যেকটি চারটি করে পুরস্কার জিতে নিয়েছে।
চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস—
সেরা ব্রিটিশ সিনেমা: কনক্লেভ
সেরা সিনেমা: কনক্লেভ
সেরা পরিচালক: ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
আরো পড়ুন:
রোমান্টিক পাঁচ সিনেমা
গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরিন কুলকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোলি সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কনক্লেভ
সেরা অ্যানিমেটেড সিনেমা: ওয়ালেস অ্যান্ড গ্রোমিত
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু
সেরা বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
সেরা প্রামাণ্যচিত্র: সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি
সেরা সম্পাদনা: কনক্লেভ
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা রূপসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা উদীয়মান তারকা: ডেভিড জনসন
তথ্যসূত্র: বিবিসি
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কনক ল ভ স র
এছাড়াও পড়ুন:
প্রতিপক্ষের হামলায় যুবদল নেতার মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা মিরান হোসেন (৪৩) মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত জামিরুল ইসলামের নাকোলের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরান হোসেনের বাকবিতণ্ডা হয়। এসময় জামিরুলের সমর্থিতরা মিরান হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যের মৃত্যু
ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘‘আহত যুবদল নেতার মৃত্যুর খবর পাওয়ার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের ভাষ্যমতে, ১৫ বছরের বেশি সময় ধরে জেলা যুবদলের কমিটি না হওয়ায় মিরান হোসেনের কোনো পদ নেই। তবে, তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ঢাকা/শাহীন/রাজীব