৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার
Published: 17th, February 2025 GMT
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন তিনি।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে প্রত্যাবর্তনের পর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে সেই চাপ কিছুটা কমালেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের জার্সিতে এটি নেইমারের ২৩৪ ম্যাচে ১৩৯তম গোল।
ক্লাবটি ছেড়ে ২০১৩ সালে ইউরোপের পথ ধরেছিলেন তিনি, বার্সেলোনার হয়ে পা রাখেন ইউরোপিয়ান ফুটবলে। সর্বশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে গোল করেছিলেন নেইমার। এরপর একাধিক ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।
আল-হিলালের হয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোটের কারণে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসেন নেইমার। তবে ইনজুরি-জর্জরিত সময় কাটানোর পর তার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল।
এই ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, বরং একটি অ্যাসিস্টও করেন। ১৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। পরে নিজেই শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষে নেইমারের দল সান্তোস ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ইনজুরি কাটিয়ে কতটা ধারাবাহিকতা দেখাতে পারেন নেইমার, সেটাই এখন দেখার বিষয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রেডমি সিরিজের নতুন দুই ফোন আনলো শাওমি
গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন।
অনুষ্ঠানটিতে জিয়াউদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং প্রযুক্তি খাতে শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো প্রদর্শন করেন। সেই সাথে তিনি তার বক্তব্যে শাওমি ফ্যানদের প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানটিতে স্মার্টফোন খাতে শাওমির অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত করার পাশাপাশি কীভাবে স্মার্টফোন বাজারে শাওমি মানদন্ডের পরিমাপক হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করা হয়। শাওমি পরিবারের সদস্য ছাড়াও আয়োজনটিতে বিভিন্ন প্রযুক্তিপ্রেমী, সাংবাদিক ও শাওমি ফ্যানরা অংশ নেন।
আরো পড়ুন:
বাংলাদেশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন আনলো অনার
নতুন দুই ফোন আনলো আইটেল
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শাওমি গ্রাহকদের ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি ফোনের উন্মোচন বাড়তি মাত্রা যোগ করবে। অত্যাধুনিক ফিচার-সমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরো ভালোভাবে তাদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি।”
তিনি আরো বলেন, “শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ বাজারে আনলো, যা অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দেবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স।”
শাওমি রেডমি নোট ১৪ প্রো ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি ব্যাবহারকারীদের দেবে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা। ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০-মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং হাই রেজোলিউশন সেলফির জন্য রয়েছে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরায় অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে সহজেই চমৎকার সব নান্দনিক ছবি পাওয়া যাবে। আকর্ষণীয় ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনটির ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে সুপার স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
সার্বিক পারফরম্যান্স ও দক্ষতা বৃদ্ধি করতে শাওমি রেডমি নোট ১৪ প্রো-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট। শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরো দুর্দান্ত ও প্রাণবন্ত। এছাড়াও ডিভাইসটির অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে চমৎকার ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি রয়েছে মাত্র ৭২ মিনিটে ১০০% চার্জ হয়ে যাওয়ার সুবিধা।
ফোনকে স্ক্র্যাচমুক্ত রাখতে ও বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ও ওয়েট টাচ টেকনোলজি। এছাড়া ধূলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৬৪ রেটিং, যা দৈনন্দিক জীবনে স্মার্টফোন ব্যবহার আরো সহজ ও নিশ্চিন্ত করে তুলবে। মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু আর অরোরা পার্পল- এই তিনটি চমৎকার কালারে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১৪ প্রো।
সাশ্রয়ের মধ্যে সেরা ফিচার ও কার্যকরী স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে শাওমি রেডমি এ৫ অন্যতম। ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার মাধ্যমে ফটোপ্রেমীরা পেয়ে যাবেন স্পষ্ট ও ডিটেইলড ছবি। এছাড়াও স্মার্টফোনটির ৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ডিভাইসটির নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০। পাশাপাশি এর ৫২০০এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ইউজারকে দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রীন ও ওশ্যান ব্লু- এই চারটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে শাওমি রেডমি এ৫।
শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, দাম ১০ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির যেকোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।
ঢাকা/ফিরোজ