যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত মেয়ে
Published: 17th, February 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁদের মেয়ে।
আজ সোমবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন আবদুল জব্বার ও তাঁর স্ত্রী রুনা আক্তার। আহত হয়েছে তাঁদের মেয়ে জুঁই আক্তার (১৪)।
জুঁইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা জানান, এই পরিবারটি থাকে রাজধানীর ডেমরার কোনাবাড়ীতে। গ্রামের বাড়ি জামালপুরে। এই দম্পতির মেয়ে জুঁই যাত্রাবাড়ীর ইকরা হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
এই ঘটনায় পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। যাত্রাবাড়ী থানার পুলিশ বলছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প কআপ ভ
এছাড়াও পড়ুন:
আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার একটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘এ ঘটনার পর আমিসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’’
আরো পড়ুন:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন
‘আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন’
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/চন্দন/রাজীব