বিসিবি সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও আয়োজন করেছেন সাত দলের বিপিএল। দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং বিতর্কিত কিছু ঘটনা ছাড়া একাদশ বিপিএল প্রশংসা কুড়িয়েছে। বিপিএলের টিকিট বিক্রি করে ১৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক। 

দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক ক্রিকেটারদের পরামর্শও নিচ্ছেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মতবিনিময় করবেন ফারুক। ১৫ জন সাবেক অধিনায়ক মতবিনিময়ে নিমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

শফিকুল হক হিরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা উপস্থিত থাকতে পারেন বৈঠকে। নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজারা নিমন্ত্রণ পাননি। 

এই মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘ক্রিকেটের অগ্রগতি পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কিছু করতে হলে সবার কথা শুনতে হবে।’ সভা থেকে পাওয়া পরামর্শ বোর্ড পরিচালনায় কাজে লাগাতে চান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত রুহুল আমিন মাদারীপুরের পূর্ব থানা এলাকার চান মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাঁধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ