বিসিবি সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও আয়োজন করেছেন সাত দলের বিপিএল। দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং বিতর্কিত কিছু ঘটনা ছাড়া একাদশ বিপিএল প্রশংসা কুড়িয়েছে। বিপিএলের টিকিট বিক্রি করে ১৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক। 

দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক ক্রিকেটারদের পরামর্শও নিচ্ছেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মতবিনিময় করবেন ফারুক। ১৫ জন সাবেক অধিনায়ক মতবিনিময়ে নিমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

শফিকুল হক হিরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা উপস্থিত থাকতে পারেন বৈঠকে। নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজারা নিমন্ত্রণ পাননি। 

এই মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘ক্রিকেটের অগ্রগতি পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কিছু করতে হলে সবার কথা শুনতে হবে।’ সভা থেকে পাওয়া পরামর্শ বোর্ড পরিচালনায় কাজে লাগাতে চান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ