মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষ, আহত ১০
Published: 17th, February 2025 GMT
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ট্রাকসহ তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ে দিয়ে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে পিকআপটি শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছায়। ঘন কুয়াশার মধ্যে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই পিকআপকে সজোরে ধাক্কা দেয়। সেখানে ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস আবার ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালকের সহকারী এবং বাসের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ ভ্যানের চালকের সহকারী এবং বাসের ১০ থেকে ১২ জন যাত্রীকে আহত হন। তাঁদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে পিকআপ ভ্যানের চালকের সহকারী গুরুতর আহত। ঘটনার পর সড়ক থেকে যানবাহন সরানোর কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়ার কাজ চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প কআপ ভ য ন দ র ঘটন শ র নগর
এছাড়াও পড়ুন:
আবাসন খাতে যাত্রা শুরু করল ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেড
ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেড (ভিএইচএল) আনুষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট বা আবাসন খাতে প্রবেশ করেছে। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি এই ঘোষণা দেয়।
এ সময় ভিএইচএলের লোগো উন্মোচন করেন কোম্পানিটির চেয়ারম্যান মো. শরীফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ আসিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক আবু আল মোতালিব রাজু, রাজিব রায়হান, শেখ আশিকুর রহমান, ব্যবসায়িক ইউনিটের প্রধান, নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিএইচএল আবাসন খাতে উদ্ভাবনী, টেকসই ও গ্রাহককেন্দ্রিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক, দক্ষ, যুগোপযোগী ও পরিবেশবান্ধব আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে, ভিএইচএল সেই চাহিদা পূরণের লক্ষ্যে এমন প্রকল্প নিয়ে আসছে, যা আধুনিক জীবনধারার প্রয়োজনীয়তা পূরণসহ নিশ্চিত করবে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। যাঁরা আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণে উচ্চ মানের উপকরণ ব্যবহার করতে চান এবং সময়মতো প্রকল্প হস্তান্তর বা নিখুঁত নির্মাণশৈলী নিয়ে ভাবেন, ভিএইচএল তাঁদের সেবা দিতে চায়।
অনুষ্ঠানে ভিএইচএলের চেয়ারম্যান মো. শরীফুল আলম বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল আবাসন নির্মাণ নয়, বরং পরিবেশবান্ধব ও টেকসই সমাধান নিয়ে আসা। আমরা প্রকল্পগুলোর মাধ্যমে আবাসন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে চাই, যেখানে গ্রাহকের স্বপ্নপূরণের পাশাপাশি প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা হবে।’
ভিএইচএলের নতুন যাত্রা দেশের আবাসন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। পরিবেশবান্ধব, জ্বালানিবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।